পর্যটকদের জন্য খুলল সিয়াচেন, ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে কড়া জবাব, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
Web Desk, ABP Ananda | 21 Oct 2019 11:00 PM (IST)
রবিবারই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলি চালানোয় পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সোমবার রাজনাথের গলাতেও হুঁশিয়ারি।
নয়াদিল্লি: পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সিয়াচেন। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। সিয়াচেন বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। সোমবার লাদাখে একটি সেতুর উদ্বোধনে গিয়েছিলেন রাজনাথ। সেখানেই তিনি বলেন, ‘সিয়াচেন বেসক্যাম্প থেকে কুমারপোস্ট পর্যন্ত সম্পূর্ণ এলাকা পর্যটনের জন্য উন্মুক্ত।’ পাশাপাশি পাকিস্তানের উদ্দেশেও কড়া বার্তা দিয়ে রেখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সন্ত্রাসমূলক কাজকর্মে ইন্ধন দিয়ে ভারতের পরিবেশ অশান্ত করে তোলার চেষ্টা করা হলে যোগ্য জবাব দেওয়া হবে। রাজনাথ বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী কখনও পাকিস্তানবিরোধী কিছু করেনি। তবে অন্য পক্ষ থেকে ভারতকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারটা বন্ধ বা নিয়ন্ত্রণ করা না হলে যোগ্য জবাব দিতে থাকব।’ সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হওয়ার পর লাদাখে বৈরিতার আর কোনও স্থান নেই বলে জানিয়েছেন রাজনাথ। তাঁর মতে, লাদাখে এখন শুধুই বন্ধুত্বের আবহ। পাশাপাশি তিনি বলেছেন, ‘প্রতিবেশী পাকিস্তানের দিকে আমরা কখনও প্রথম গুলি চালাইনি। যদিও সন্ত্রাসে মদত দিয়ে অপর পক্ষ থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে। ফের এমন হলে কড়া জবাব দেওয়া হবে।’ রবিবারই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলি চালানোয় পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সোমবার রাজনাথের গলাতেও হুঁশিয়ারি। বলেছেন, ‘পাকিস্তান এরকম কার্যকলাপ না থামালে আমাদের সেনা যোগ্য জবাব দিতে থাকবে।’