সিয়াচেন: এবার ১৫,৫০০ ফুট ওপরে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে (Highest Battlefield) সিয়াচেন (Siachen Warriors) হিমবাহও এল মুঠোফোনের আওতায়। বিএসএনএলের সঙ্গে যৌথ উদ্যোগে সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে ১৫ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহে প্রথম মোবাইল টাওয়ার ও বেস ট্রান্সসিভার স্টেশন (BTS) স্থাপন করল ফৌজ। চলতি বছরের ৬ অক্টোবর সিয়াচেনে (Siachen) মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছে। এই কাজে তাঁদের সাহায্য করেছে BSNL (Bharat Sanchar Nigam Limited)।
বৃহস্পতিবার এই বিষয়টি জানিয়ে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের তরফে X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, '৬ অক্টোবর BSNL-র সাহায্যে সিয়াচেনের যোদ্ধারা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের ফরওয়ার্ড পোস্টে BTS তৈরি করেছেন। এর ফলে ১৫,৫০০ হাজার ফুটের বেশি উচ্চতায় কর্মরত সৈনিকরা মোবাইল ফোন পরিষেবা পাবেন।'
কী এই রেডিও ট্রান্সসিভার (Radio Transviver)? মোবাইল ফোনকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে এই রেডিও ট্রান্সসিভার। সেই কারণেই সিয়াচেনে (Siachen) BTS তৈরি করা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে রেডিও সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হবে। যা মুঠোফোনে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করবে। এতদিন সেখানে কোনও ইন্টারনেট
কাজেই এবার ৪০ ডিগ্রি নীচের তাপমাত্রাতেও মোবাইলে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে (Highest Battlefield on Earth) কর্মরত জওয়ানরা। পরিবার পরিজন তো বটেই সঙ্গে এই পরিষেবায় (Mobile Service) কাজেরও সুবিধে বাড়বে বলে আশাবাদী তাঁরা। মনে করা হচ্ছে মোবাইল পরিষেবার সুবিধা পাওয়ায় বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কাজে আসবে এই পরিষেবা।