নয়াদিল্লি: রবিবার রাজস্থানের কোটায় অখিল ব্রাহ্মণ মহাসভায় উপস্থিত হয়ে ব্রাহ্মণ সম্প্রদায় নিয়ে স্পিকার ওম বিড়লার করা বক্তব্যের কড়া নিন্দা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিবল। দেশের এই প্রখ্যাত আইনজীবী তথা রাজনীতিবিদের বক্তব্য, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ব্রাহ্মণদের নিয়ে যে বক্তব্য করেছেন তা জাতিভেদমূলক। ওম বিড়লাকে সরাসরি আক্রমণ করেই তিনি বলেন, এই বক্তব্য থেকেই বোঝা যায়, তাঁর ভাবনাচিন্তা জাতিভেদপূর্ণ। ট্যুইটে সিবল লেখেন, “ব্রাহ্মণ, এই কারণে নয়। বিড়লাজি আপনি লোকসভার স্পিকার, তাই আপনাকে সম্মান করি।”
উল্লেখ্য, রবিবার রাজস্থানের কোটায় অখিল ব্রাহ্মণ মহাসভায় গিয়ে ওম বিড়লা বলেন, “জন্মসূত্রেই ব্রাহ্মণরা সম্মানিত। সমাজে শীর্ষ শ্রেণিতেই তাঁদের বসানো হয়। আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের কারণেই ব্রাহ্মণরা শীর্ষ আসন লাভ করেছেন এবং সেই কারণেই তাঁরা এই ধারার বাহক।” ওম বিড়লার এই বক্তব্য ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের অনেকেই স্পিকার পদ থেকে তাঁর ইস্তফার দাবি পর্যন্তও করেছেন।