মহীশূর: আবার বিতর্কে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্দারামাইয়া এবার সপাটে চড় কষালেন তাঁরই এক ঘনিষ্ঠ সহযোগীর গালে। সে-ছবি ধরা পড়ল ক্যামেরায়। আর সাথে সাথেই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মহীশূর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর এগিয়ে যাচ্ছিলেন সিদ্দারামাইয়া। ক্যামেরায় ধরা পড়ে, তাঁর এক সহকারী কিছু একটা বলতে তাঁর দিকে এগিয়ে আসেন, তখনই প্রথমে গালে থাপ্পড় মারেন তিনি। পরে তাঁকে ঠেলে সরিয়েও দেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়ার অফিসে যোগাযোগ করা হলে বলা হয়, ওই ব্যক্তি তাঁর দিকে ফোন এগিয়ে দিচ্ছিলেন এবং তাঁকে ‘রেকমেন্ড’ করার জন্য কারও সঙ্গে ফোনে কথা বলতেও বলছিলেন। এই প্রথম নয়, লোকসমক্ষে মেজাজ হারানোর জন্য আগেও সমালোচিত হয়েছিলেন তিনি। জানুয়ারিতে মহীশূরেই রেগেমেগে এক মহিলার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন কংগ্রেস নেতা। ওই মহিলা রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে কিছু অভিযোগ জানাচ্ছিলেন। তালিকা এখানেই শেষ নয়। ২০১৬য় একটি সভায় এক মহিলা চুম্বন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার গালে। দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তিনি। তবে হাসিমুখে বিতর্ক এড়িয়ে বলেন, ‘ও আমার মেয়ের মতো’।