সন্দীপ সরকার ও সনৎ ঝা, দার্জিলিং : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে (Sikkim Fl;ash Flood) শুরু হল ভাঙা রাস্তা ও ভেঙে পড়া ব্রিজ মেরামতির কাজ। শুরু হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংয়োগ স্থাপনের কাজও। উদ্ধার করা হয়েছে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ ২ হাজার পর্যটককে (Tousits Recovered)।


মেঘভাঙা বৃষ্টির মধ্য়েই বিপর্যস্ত সিকিমে যেন ধ্বংসভূমি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি। বিচ্ছিন্ন যোগাযোগ। একটানা বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজে নেমেছিল ভারতীয় সেনা বাহিনী (Indian Army)। আবহাওয়ার উন্নতি হতে গতি পেয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন হেলিকপ্টার (Helicopter)। আবহাওয়া ভাল থাকায় সোমবার আকাশ পথে উত্তর সিকিমে উদ্ধারকাজ চালান সেনা জওয়ানরা। এদিন বিচ্ছিন্ন হয়ে পড়া চুংথাংয়ের দুর্গম পাহাড়ি গ্রাম রাবোমে থেকে প্রায় দুশো মানুষকে উদ্ধার করা হয়। চুংথাংয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে পড়া যোগাযোগ অনেকটাই স্থাপন করা গেছে বলে সেনাবাহিনী সূত্রে খবর। 


ছাতেন, লাচেন, লাচুং, থাঙগুতে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ মোট ২ হাজার পর্যটককে এদিন দুপুর বারোটা পর্যন্ত উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে। উত্তর সিকিমের বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিকে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে। চুংথাং ও পেগংয়ের মাঝে লাচেন চুতে ভেঙে পড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (Indo Tibetian Border Police) ও সেনা বাহিনী। চুংথাংয়ে ভেঙে পড়া একটি ফুট ওভার ব্রিজ সারানো হয়েছে। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিভিন্ন গ্রাম। সেগুলি মেরামত করা হয়েছে। 


বন্য়া বিধস্ত সিকিমের ভেঙে পড়েছে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট ব্য়বস্থা। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। কোন রাস্তা কতটা খারাপ, কোথায় কতটা ভেঙেছে তা চিহ্নিত করে মেরামতির নকশা তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন ও ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। সোমবার সিকিমের পরিস্থিতি পরিদর্শন করেন সেনা প্রধান মনোজ পাণ্ডে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি।                                     



আরও পড়ুন- 'তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম' সুকান্তের দাবিতে তোলপাড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial