নয়াদিল্লি: ফের বিতর্কের মুখে অক্ষয় কুমার (Akshay Kumar)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগণের (Ajay Devgn) সঙ্গে ফের তাঁকে দেখা গেল পানমশলা সংস্থার এক নতুন বিজ্ঞাপনে। তাঁদের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী মডেল সৌন্দর্য্য শর্মাকে। কিন্তু এর থেকেই শুরু হয়েছে বিতর্ক, পানমশলার বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে দেখে ক্ষুব্ধ অনুরাগীরা। ইতিমধ্যেই সেই ব্যাপারে মুখও খুলেছেন অভিনেতা। 


পানমশলার নতুন বিজ্ঞাপনে শাহরুখ-অজয়ের সঙ্গে দেখা গেল অক্ষয় কুমারকে


রবিবার, ৮ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পানমশলা সংস্থার একটি নতুন বিজ্ঞাপন প্রবলভাবে ভাইরাল হয়। সেখানে দেখা যায় অক্ষয়ের বাড়ির কাছে গাড়িতে তাঁর জন্য অপেক্ষায় রয়েছেন শাহরুখ ও অজয়। গাড়ির হর্ন বাজিয়ে তাঁর মন সেদিকে ঘোরানোর চেষ্টা করতে দেখা যায় তাঁদের। যদিও অক্ষয়ের কানে হেডফোন থাকায় সেদিকে তিনি খেয়ালই করেননি। এরপর শাহরুখ খান অভিনেতার কাচের জানলায় বল ছোড়ার চেষ্টা করেন, কিন্তু তা ভুলবশত গিয়ে লাগে অক্ষয়ের প্রতিবেশী সৌন্দর্য্যর বাড়ির জানলায়। একাধিকবার ডেকেও যখন সাড়া মেলে না তখন অজয় দেবগণকে দেখা যায় পানমশলার একটি প্যাকেট খুলে খেতে এবং সেই দেখে জানলা দিয়ে অক্ষয়ের নজর পড়ে তাঁদের ওপর। 


এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। তাঁরা রেগে যান অক্ষয় তাঁর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে। এক অনুরাগী লেখেন, 'এঁরা প্যান ইন্ডিয়া তারকা নন, পান ইন্ডিয়া তারকা।' অপর এক অনুরাগী লেখেন, 'টাকার জন্য অক্ষয় কুমার যা খুশি করতে পারেন।' আবার একজন লেখেন, 'পয়সার ক্ষুধার্থ অক্ষয়ের সিনেমাও ফ্লপ হচ্ছে'। 


কেন ক্ষোভের মুখে অক্ষয় কুমার?


অনুরাগীদের ক্ষোভের মুখে পড়ে ২০২২ সালে এই জনপ্রিয় পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান অক্ষয় কুমার। তামাকজাত দ্রব্যের সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরাগীদের কাছে পরে ক্ষমাও চেয়ে নেন তিনি। একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, 'আমি দুঃখিত। আমি আপনাদের কাছে, আমার সকল অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কিছুদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া গভীরভাবে প্রভাবিত করেছে আমাকে। আমি যদিও তামাকের প্রচার করিনি বা করব না, এই সংস্থার সঙ্গে আমার যুক্ত থাকার ব্যাপারে আপনাদের সকলের অনুভূতির সম্মান করি আমি।' একই সঙ্গে তিনি উল্লেখ করেন, 'আমি সরে দাঁড়াচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই এনডোর্সমেন্ট থেকে পাওয়া সমস্ত অর্থ আমি কোনও সামাজিক কারণে দান করে দেব।' 


আরও পড়ুন: 'Jawan' OTT Release: কিং খানের জন্মদিনেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি? বলছে সূত্র


এইসবের মাঝেই নতুন বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ফের ক্ষোভের মুখে অভিনেতা। তবে এবার তিনি মুখ খুলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে এই নির্দিষ্ট বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছিল ২০২১ সালে। তিনি এখন আর এই সংস্থার সঙ্গে জড়িত নন বলেও জানিয়েছেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial