গ্যাংটক: বিয়ে হয়েছে কয়েক দিন আগেই। পাহাড় পছন্দ ছিল দুজনেরই। দাম্পত্য শুরুতেই তাই অনেক মিষ্টি স্মৃতির কোলাজ তৈরি করতে চেয়েছিলেন পাহাড়েই। কিন্তু ভালবাসার পাহাড়েই এখনও নিখোঁজ  নবদম্পতি। সিকিম জুড়ে এখন তাণ্ডব দেখাচ্ছে প্রকৃতি। নদী বইছে বিদ্যুৎগতিতে। খরস্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। প্রতিদিনই আসছে মর্মান্তিক সব খবর। প্রকৃতির ভয়াল রূপের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। দিকে দিকে নামছে ধস। 

সিকিমের মাঙ্গান জেলায় গত ২৯ মে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্যাংটক যাওয়ার পথে খাদে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়ি। গাড়ি ভেসে যায় খরস্রোতা তিস্তায়।  দুজনকে উদ্ধার করা গেলেও ৯ জনকে খুঁজেই পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ছিলেন প্রতাপগড় জেলার এই নবদম্পতিও। প্রায় ১,০০০ ফুট উঁচু থেকে তিস্তা নদীতে পড়ে  হারিয়ে যান নবদম্পতি। 

২৯ বছরের কৌশলেন্দ্র প্রতাপ সিং তাঁর সদ্য বিয়ে করা বউ অঙ্কিতা সিংকে নিয়ে উত্তরপ্রদেশ থেকে বেড়াতে গিয়েছিলেন সিকিমে।   মাত্র ২৫ দিন আগে বিয়ে হয়েছে তাঁদের। ২৪ মে তাদের মধুচন্দ্রিমার জন্য রওনা দেন সিকিমে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন। চুংথাং থেকে গ্যাংটক ফিরছিলেন পর্যটকরা। প্রবল বৃষ্টি চলছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তাও ছিল।  রাত ৯ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। 

এই দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর মিলেছে।  দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । কৌশলেন্দ্র এবং অঙ্কিতা সহ আটজন পর্যটকের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে রয়েছে বিজেপির ওড়িশা মহিলা মোর্চার সম্পাদক ইতিশ্রী জেনাও।

সিকিম থেকে শেষ পাওয়া খবর অনুসারে, প্রতিকূল আবহাওয়ার জন্য লাচেন এবং চাতেনে আটকে রয়েছেন বহু পর্যটক। উদ্ধার প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। খারাপ আবহাওয়ার ফলে আইএএফ হেলিকপ্টারও নামাতে পারেনি। মাঙ্গানের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, লাচেনে এখনও প্রায় ১৩০ জন পর্যটক আটকে আছেন। 

উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান-সহ ৩ জনের।  তিস্তার ওপর ফিডাং বেইলি ব্রিজের বড় অংশের ক্ষতি হয়েছে। মাঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর। ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ।