শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভায় নতুন প্রযুক্তি। বসানো হল অত্যাধুনিক সেন্সর। যন্ত্রটি তৈরি করেছেন, অরবিন্দপল্লির বাসিন্দা যুবক সুব্রত পাল। তাঁর দাবি, ভূমিকম্পের প্রাথমিক বা মুখ্য তরঙ্গ বুঝতে পেরেই বেজে উঠবে যন্ত্রটি। আঁচ পাওয়া যাবে বড় কম্পনের।
মাটির গভীরে কম্পন তৈরি হলে সৃষ্টি হয় দু’ধরনের তরঙ্গের। একটি হল মুখ্য তরঙ্গ অন্যটি গৌণ তরঙ্গ। মুখ্য তরঙ্গ অত্যন্ত দ্রুত বাহিত হতে পারে কঠিন, তরল ও গ্যাসীয় উপাদানের মধ্যে দিয়ে। কিন্তু ক্ষতি হয় কম।
মুখ্য তরঙ্গের পরে আসে গৌণ তরঙ্গ। যা অপেক্ষাকৃত কম গতিতে শুধুমাত্র কঠিন উপাদানের মধ্যে দিয়ে বাহিত হয়। ক্ষয়ক্ষতি বেশি হয় এই তরঙ্গের ফলে।
যুবকের দাবি, ২০ বছরের জন্য যন্ত্রটির পেটেন্ট পেয়েছেন তিনি। তিনি চান, যন্ত্রটি বাণিজ্যিকভাবে কাজো লাগানো হোক।