কলকাতা: করোনায় দেশের নাগরিকদের মা বাবা হওয়ার জন্য় উৎসাহিত করতে মোটা টাকা দিচ্ছে সিঙ্গাপুর। যে দম্পতিরা সন্তানের কথা ভাবছেন, তাঁদের এককালীন টাকা দেবে তারা, কারণ সরকারের আশঙ্কা, করোনার জেরে চাকরি ছাঁটাই আর আর্থিক টানাটানির জেরে অনেকে সন্তান নিতে পারছেন না। সিঙ্গাপুরে জন্মহার গোটা বিশ্বে অন্যতম সর্বনিম্ন, ২০১৮ সালে তা মহিলা পিছু হয় ১.১৪, যা ৮ বছরে সব থেকে কম। তারা এই হার বাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করছে। এ জন্য সরকার ইতিমধ্যেই মোটা টাকা বেবি বোনাস দিচ্ছে, এখন এই বোনাসের পরিমাণ ১০,০০০ সিঙ্গাপুরী ডলার বা ৭,৩৩০ মার্কিন ডলার।  কিন্তু এবার সেই টাকা বাড়ানো হবে কারণ দেশের উপ প্রধানমন্ত্রী হেং সুয়ি কিট জানিয়েছেন, তাঁদের কাছে খবর, করোনার জেরে অনেক ইচ্ছুক দম্পতি সন্তান জন্মের পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। সিঙ্গাপুরের দুই প্রতিবেশী ইন্দোনেশিয়া ও ফিলিপিনসে জন্মহার যথেষ্ট বেশি, করোনা লকডাউনে তা আরও বেড়ে গিয়েছে। করোনায় ফিলিপিনসে অনাকাঙ্খিত সন্তানধারণ ২০ লক্ষ ৬০ হাজারের কাছাকাছি হতে পারে। যদি লডাউনের কড়াকড়ি বছর শেষ পর্যন্ত চলে, তবে সংখ্যাটা আরও বাড়বে, মনে করছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। সিঙ্গাপুরের মতই কম জন্মহারের সমস্যা চিনে, বিশ্বে তা সর্বনিম্ন। ৭০ বছর আগে গণপ্রজাতন্ত্রী চিন গঠিত হওয়ার পর এখন তা সব চেয়ে কম, যদিও চিন তাদের এক সন্তান নীতির কড়াকড়ি অনেকটা শিথিল করেছে।