আবু ধাবি: আগামীকাল আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ নিজেদের পঞ্চম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির দলের মুখোমুখি হতে চলেছে দীনেশ কার্তিকের দল। এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে কেকেআর। অন্যদিকে, সিএসকে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে। তবে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ফলে আত্মবিশ্বাসে ভরপুর ধোনিবাহিনী। অন্যদিকে, শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৮ রানে হেরে গিয়েছে কেকেআর। অধিনায়ক কার্তিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ফলে আগামীকালের ম্যাচ কেকেআর ও কার্তিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিল্লির কাছে হারের পর কার্তিকের তীব্র সমালোচনা করেছেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘দলের সেরা বোলারদের ১৮, ১৯ ও ২০ ওভারে বোলিং করার জন্য ডাকতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। প্যাট কামিন্স, স্পিনার দরকার হলে সুনীল নারাইন বা শিবম মাভি, আন্দ্রে রাসেলকেও বল করতে দেওয়া হয়নি। বোলিংয়ের দায়িত্ব দেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। ও প্রথম কয়েক ওভারে ভাল বোলিং করেছিল। কিন্তু একজন তরুণ স্পিনার শারজায় ১৯-তম ওভারে ভাল বোলিং করবে, এটা আশা করা যায় না। এক্ষেত্রে হিসেবে গোলমাল হয়েছিল।’
অধিনায়কত্ব নিয়ে সমালোচনা তো চলছেই, কার্তিকের ব্যক্তিগত পারফরম্যান্সও বিশেষ ভাল না। গম্ভীরের মতে, ইয়ন মর্গ্যান ও রাসেলের পরে ৬ নম্বরে ব্যাট করতে নামা উচিত কেকেআর অধিনায়কের। কারণ, তিনি নিজে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না। তাই যাঁরা ফর্মে আছেন, তাঁদেরই বেশিক্ষণ ক্রিজে থাকার সুযোগ দেওয়া উচিত।
কাল চেন্নাইয়ের সামনে কলকাতা, মর্গ্যান-রাসেলের পর ব্যাট করতে নামুন কার্তিক, চাইছেন গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2020 05:15 PM (IST)
তীব্র সমালোচিত হচ্ছেন কেকেআর অধিনায়ক কার্তিক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -