সিঙ্গাপুর: নোভেল করোনাভাইরাস নিয়ে নিত্যনতুন চমকে দেওয়ার মতো তথ্য পাচ্ছেন ডাক্তার, গবেষকরা। বলা হচ্ছে, মানবজাতির সামনে সবচেয়ে বড় বিপদ কোভিড-১৯। কিন্তু আশার সুপ্ত শিখাও কি লুকিয়ে আছে কোথাও? সিঙ্গাপুরে মার্চে করোনাভাইরাসে সংক্রমিত হন এক সন্তানসম্ভবা মহিলা। চলতি মাসে তিনি একটি সন্তান প্রসব করেছেন, যার কোভিড-১৯ হয়নি, কিন্তু শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি আছে বলে জানাচ্ছেন ডাক্তাররা। ঘটনাটি করোনাভাইরাসের চরিত্র বুঝতে ডাক্তারদের নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।
সেলিন নগ-চান নামে বাচ্চাটির মা সিঙ্গাপুরের সংবাদপত্র স্ট্রেট টাইমস-কে বলেছেন, গর্ভাবস্থায় আমার শরীর থেকে কোভিড-১৯ অ্যান্টিবডি সন্তানকে দিয়েছি বলে মনে করছেন আমার ডাক্তার। ভদ্রমহিলা কোভিড-১৯ এ সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। আড়াই সপ্তাহ বাদে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে।
যে হাসপাতালে তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এব্য়াপারে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের সময় কোভিড-১৯ হওয়া কোনও গর্ভবতী মহিলা ভাইরাসটি তার ভ্রুণ বা বাচ্চার শরীরে ছড়িয়ে দিতে পারেন কিনা, তা এখনও অজানা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এখনও পর্যন্ত কোনও মহিলার গর্ভের সন্তানকে ঘিরে থাকা তরল বা বুকের দুধের নমুনায় সক্রিয় ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
গত অক্টোবরে একটি নামী বিদেশি জার্নালে বেরনো নিবন্ধে প্রকাশ, চিনের ডাক্তাররা করোনাভাইরাস আক্রান্ত মহিলাদের জন্ম দেওয়া বাচ্চাদের মধ্যে কোভিড-১৯ অ্যান্টবডির অস্তিত্ব ও সময়ের সঙ্গে সঙ্গে তা মিলিয়ে যেতে দেখেছেন। আবার অক্টোবরে প্রসিদ্ধ মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তাররা এক নিবন্ধে লেখেন, মায়েদের থেকে বাচ্চাদের মধ্যে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ খুব বিরল ব্যাপার।
চলতি বছরের এপ্রিলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছিল, গর্ভবতী মায়ের থেকে সদ্য়োজাতের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে, কিন্তু একইসঙ্গে তারা বলেছিল, এর ফলে গর্ভের ওপর কতটা প্রভাব পড়ে, সদ্য়োজাতেরও বা কী হয়, তা এখনও জানা যায়নি। ভারতের চিকিত্সা সংক্রান্ত সবচেয়ে বড় প্রতিষ্ঠানের অভিমত, একজন আক্রান্ত গর্ভবতী মহিলার থেকে সন্তান জন্মের আগে বা প্রসবের সময় সন্তানের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ঘটতে পারে। তবে আইসিএমআর জানিয়েছিল, প্রাণঘাতী ভাইরাস বুকের দুধেও সংক্রমিত হয়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি।
সিঙ্গাপুরে কোভিড-১৯ সংক্রমিত মহিলার ভূমিষ্ঠ সন্তানের শরীরে করোনার অ্যান্টিবডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 09:26 PM (IST)
গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের সময় কোভিড-১৯ হওয়া কোনও গর্ভবতী মহিলা ভাইরাসটি তার ভ্রুণ বা বাচ্চার শরীরে ছড়িয়ে দিতে পারেন কিনা, তা এখনও অজানা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এখনও পর্যন্ত কোনও মহিলার গর্ভের সন্তানকে ঘিরে থাকা তরল বা বুকের দুধের নমুনায় সক্রিয় ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -