নয়াদিল্লি: লাভ জিহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। ধর্ম পরিবর্তন রুখতে দেশের মধ্য়ে প্রথম রাজ্য হিসেবে আইন এনেছে যোগী সরকার। নয়া আইনের পর এটাই প্রথম অভিযোগ। বরেলির দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রীর বাবা। অভিযোগ, গত এক বছর ধরে স্থানীয় এক যুবক তাঁর মেয়েকে ধর্ম পরিবর্তনের জন্য় চাপ দিচ্ছে।


জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ছাত্রীর। অভিযুক্তের নাম উভাস আহমেদ। সম্পর্কের দোহাই দিয়ে ধর্ম পরিবর্তনের জন্য় চাপ দিচ্ছে ওই যুবক। এমনটাই অভিযোগ ওই ছাত্রীর বাবার। প্রথমে প্রেমের জালে ফাঁসায় ওই যুবক। তারপর ওই ছাত্রীকে অপহরণ করে বলে অভিযোগ। পুলিশ ছাত্রীকে উদ্ধার করে। কিন্তু তাতেও টনক নড়েনি যুবকের। একইভাবে ধর্ম পরিবর্তনের জন্য় চাপ দিতে থাকে সে। এরপরই অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন ওই ছাত্রীর বাবা।

দেশের প্রথম রাজ্য হিসেবে লাভ জিহাদ বিরোধী অর্ডিন্য়ান্স জারি করে উত্তরপ্রদেশ। শুক্রবার, রাজ্য়পাল আনন্দীবেন পটেল অর্ডিন্য়ান্স জারি করেন। এর মাধ্যমে লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর হয় উত্তরপ্রদেশে। কলেজ ছাত্রীর বাবা পুলিশকে জানিয়েছে, তাঁর মেয়ের জীবন দুর্বিসহ করে তুলেছে উভাস। খুনের হুমকি দিচ্ছে ওই যুবক। ভয়ে মেয়ে কলেজে যেতে পারছে না। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের ধর্মীয় আইনের ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসপি সংসার সিং জানিয়েছেন, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।