এক সাক্ষাৎকারে মোনালি জানিয়েছেন, ৩ বছর আগে সুইজারল্যান্ডের রেস্তোঁরা মালিক মাইককে বিয়ে করেছেন তিনি। বছরের অর্ধেক সময় সুইজারল্যান্ডে কাটান। দেখুন! স্বামী মাইকের উদ্দেশে গায়িকা মোনালির পোস্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2020 09:35 AM (IST)
এক সাক্ষাৎকারে মোনালি জানিয়েছেন, ৩ বছর আগে সুইজারল্যান্ডের রেস্তোঁরা মালিক মাইককে বিয়ে করেছেন তিনি। বছরের অর্ধেক সময় সুইজারল্যান্ডে কাটান।
কলকাতা: অল্পদিন আগে মোনালি ঠাকুর জানিয়েছেন, ৩ বছর আগেই বিয়ে সেরেছেন তিনি। স্বামী সুইস, নাম মাইক রিখটার। এবার স্বামীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি চিরকুট লিখেছেন মোনালি। লিখেছেন তাঁর ভালবাসার কথা। মোনালি লিখেছেন, তুমিই একমাত্র যাকে আমি ভালবাসতে চাই, যার সঙ্গে ঝগড়া করতে চাই, তারপর মিটমাট করতে চাই, যার কাছ থেকে কিছু আশা করতে চাই, নিজের সব কিছু দিতে চাই, সব কিছু শেয়ার করতে চাই, জীবন কাটাতে চাই, প্রতিদিন তোমার সঙ্গে বেড়ে উঠতে চাই। রিখটার, এটা আমি করেই ছাড়ব, তুমিও নিশ্চয় তাই করবে। ভবিষ্যতে কী হবে আমরা জানি না কিন্তু নিখুঁত ভবিষ্যতের স্বপ্ন তো দেখতে পারি। দেখুন তাঁর পোস্ট