নয়াদিল্লি: গভীর রাতে ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা পাকিস্তানের। জবাবে পাকিস্তানের নিরাপত্তা বেষ্টনীই ধ্বংস করে দিল ভারত। আর সেই আবহে কার্যত ত্রস্ত পাকিস্তানে একাধিক বড় শহর। দেশের রাজধানী ইসলামাবাদে সাইরেন বাজছে বলে জানা যাচ্ছে। সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিও সামনে এসেছে, ABP Ananda যদিও তার সত্যতা যাচাই করেনি। (India-Pakistan Tension)
ইসলামাবাদের পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কারণ বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ শোনা গিয়েছে। লাহৌরের অভিজাত এলাকায় পর পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ শোনা যায় রাওয়ালপিণ্ডিতেও। দুপুরে জানা যায়, গভীর রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। এর পাল্টা সকালে পাকিস্তানের Air Defence System এবং Radar System-কে নিশানা করে ভারত। লাহৌরের রেডার শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এর পরই ইসলামাবাদে সাইরেন বাজতে শোনা যায় বলে খবর। (India-Pakistan Conflict)
এমন পরিস্থিতিতে লাহৌরে সতর্কতা জারি করেছে আমেরিকার কনস্যুলেট। বলা হয়েছে, ড্রোন বিস্ফোরণ, ড্রোন নামানো এবং লাহৌরের কাছে আকাশসীমা লঙ্ঘনের খবর মিলেছে। এমন পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করা হচ্ছে। লাহৌর বিমানবন্দর সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষস্থলে যদি কেউ থাকেন, তাঁদের নিরাপদ জায়গায় সরে যাওয়া উচিত।।
গত ২২ জানুয়ারি কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা, তার জবাবে মঙ্গল-বুধ রাতে পাকিস্তানে স্ট্রাইকে চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এর পাল্টা, বুধ-বৃহস্পতিতে গভীর রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। এদিন সকালে পাল্টা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে নিশানা করে ভারত। লাহৌরের রেডার ধ্বংস করে দেওয়া হয়।
এদিন সকাল থেকে এমনিতেই লাহৌর, রাওয়ালপিণ্ডির মতো শহরে পর পর বিস্ফোরণের ঘটনা সামনে আসে। ভারতের ১২টি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে জানায় পাক সেনা। সেই নিয়ে উত্তেজনার মধ্যে বিবৃতি জারি করে গতকাল রাতের ঘটনাবলী তুলে ধরে ভারত। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহলেও ছড়িয়েছে উদ্বেগ। সকলের নজর এখন ভারত ও পাকিস্তানের উপর।