গতকাল মোদির নিজের ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডলেও বার্তা দেওয়া হয়েছে যে, সিএএ বিপন্ন, অত্যাচারিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া তার লক্ষ্য নয়। তিনি “India Supports CAA” হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতি সমর্থন প্রদর্শনে প্রধানমন্ত্রীর নমো অ্যাপ থেকে কনটেন্ট, গ্রাফিক্স, ভিডিও শেয়ার করার আবেদনও করা হয়েছে মোদির ট্যুইটার হ্যান্ডলে। এর আগে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সদগুরুর ভিডিও পোস্ট করে বলেছেন, সিএএ নিয়ে মিথ্যাচার, অর্ধসত্য বিশ্বাস করা বন্ধ করুন। প্রত্যেককে, বিশেষত যুবকদের ভিডিওটি দেখে ‘কেন সিএএ প্রয়োজন, তার ঐতিহাসিক ব্যাখ্যা’ শোনার আবেদন করেন শাহ। সংশোধিত নাগরিকত্ব আইন: মোদি আসরে নামাচ্ছেন 'হাতুড়ে ডাক্তারদের', কটাক্ষ ইয়েচুরির
Web Desk, ABP Ananda | 31 Dec 2019 04:41 PM (IST)
গতকাল মোদির নিজের ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডলেও বার্তা দেওয়া হয়েছে যে, সিএএ বিপন্ন, অত্যাচারিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া তার লক্ষ্য নয়। তিনি “India Supports CAA” হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।
নয়াদিল্লি: সদগুরু জাগ্গি বাসুদেবকে ‘হাতুড়ে ডাক্তার’ বলে কটাক্ষ করলেন সীতারাম ইয়েচুরি। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে সদগুরুর পোস্ট করা একটি ভিডিও সবাইকে দেখার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিওতে জলের মতো আইনটি বোঝানো হয়েছে বলে তাঁর দাবি। বিতর্কিত আইনের পক্ষে সমর্থন জোগাড়ে ধর্মগুরুর ভিডিও দেখতে বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক। দেশব্যাপী সিএএ-র বিরোধিতা চলছে। তার মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর সম্প্রতি নয়াদিল্লির রামলীলা ময়দানের ভাষণে প্রধানমন্ত্রী ‘চরম অসত্য’ প্রচার করেছেন বলে অভিযোগ করে সদগুরুর ভিডিও সংক্রান্ত বেশ কিছু তথ্য ট্যুইটে ট্যাগ করেছেন ইয়েচুরি। লিখেছেন, রামলীলা ময়দানে চরম মিথ্যা তথ্য পেশ করেছেন, বাগাড়ম্বর করেছেন মোদি। আর এখন আসরে নামাচ্ছেন হাতুড়ে ডাক্তারদের। এনআরসি-এনপিআর-সিএএ নিয়ে মোদির প্রতারণার গোটা কাঠামোটাই তৈরি হয়েছে এই লোকগুলোর সমর্থনে, যাঁরা নিজেরা আইনটাই পড়েছেন কিনা, জানেন না। মোদির যেটাকে জলের মতো সহজ বিশ্লেষণ বলে মনে হয়েছে, সেটা এত ভুলভাল, আজেবাজে তথ্যে ভরা যে চাইলে যে কেউ প্রকৃত তথ্য খতিয়ে দেখে নিতে পারেন।