2022 Skoda Slavia review: দেশের মাঝারি আয়তনের সেডান বাজার ধরতে বড় বাজি রাখল স্কোডা। ইতিমধ্যে ভারতের গাড়ি বাজারে পা রেখেছে Skoda Slavia। প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় কতটা এগিয়ে গাড়ি ? দেখে নেব তারই বিস্তারিত বিবরণ।
Skoda Slavia review: গাড়ির ভাল মন্দ বিচারের জন্য আমরা বেছে নিয়েছি Skoda Slavia 1.5 TSI DSG automatic মডেল। যেখানে পাওয়ারের সঙ্গে সেরা ফিচারের সমন্বয় ঘটিয়েছে স্কোডা। পাওয়ার , পিকআপের ক্ষেত্রে এই সেডানকে মাঝারি সেডানের বিভাগে সেরা ধরা যেতেই পারে। কারণ, এক বছর আগে Octavia RS-এ ১.৮ লিটার ইঞ্জিন দিয়েছিল কোম্পানি। সেখানে 1.5 TSI DSG automatic মডেল দেওয়া হয়েছে স্লাভিয়ায়।
Skoda Slavia review: কী ইঞ্জিন রয়েছে গাড়িতে ?
কুশাকের ৪ সিলিন্ডার ১.৫ লিটার টিএসআই ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। তবে স্লাভিয়ার ইঞ্জিন চালালেই আরও আগ্রাসী মনে হবে। একবার ধাক্কা দিলেই অনেক বেশি শক্তি ও টর্কের জোগান দেয় এই গাড়ি। ১.০ লিটার টিএসআই ইঞ্জিনকে আপনি কোনওভাবেই খারাপ বলতে পারবেন না। গাড়িতে শক্তি জোগানোর ক্ষেত্রে এই ইঞ্জিনেও আপনার অভাব বোধ হবে না।
Skoda Slavia review: তবে স্লাভিয়ার ১.৫ লিটার টিএসআই ইঞ্জিনে দ্রুত দুর্দান্ত গতি তুলতে পারবেন চালক। স্লাভিয়ার ম্যানুয়াল মডেল চালানো অনেকটাই সুখকর স্মৃতির মতো। তবে এর ৭ স্পিড ডিএসডি অটোমেটিকও কোনও অংশে কম যায় না। তবে প্যাডেল শিফটারস থাকার কারণে এই গাড়ি চালানো অনেকটাই সুবিধে হয়। মাত্র ৮.৮ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছে যায় এই গাড়ি।
Skoda Slavia review: মাইলেজ কত গাড়ির ?
এর ডিএসজি গিয়ারবক্স কম গতিতেও দারুণ পারফরম্যান্স দেয়। ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার কারণে এই গাড়ি প্রায় এসইউভির মতো খারাপ রাস্তাতেও ভালভাবে চলতে পারে। স্লাভিয়া 1.5 টিএসআই কেবল একটি বড় ইঞ্জিনের সেডান নয়, এটি চালকের জন্য একটি সামগ্রিক প্যাকেজ। এতে সিলিন্ডার শাটডাউন ফাংশন সহ 10-12kmpl মাইলেজ দেয় এই গাড়ি। দিয়েছে। যদিও কোম্পানির দাবি অনুযায়ী, স্লাভিয়ার ১৮ কিলোমিটারের থেকে বেশি মাইলেজ দেওয়া উচিত।
Skoda Slavia review: দাম কত স্লাভিয়ার
Slavia 1.5 TSI অটোমেটিক DSG ইঞ্জিনের দাম 17.7 লক্ষ টাকা। যেখানে ম্যানুয়াল মডেল পেয়ে যাবেন 16.19 লক্ষ টাকায়৷ এখানে আপনি 1.0 TSI এর থেকে অনেক বেশি টাকা ব্যয় করছেন। যদিও খোলা রাস্তায় গাড়ি চললেই এর মূল্য বুঝতে পারবেন আপনি। সেই ক্ষেত্রে গাড়ি অনেক বেশি মূল্যবান মনে হবে।