কলকাতা: এক মধ্যবিত্ত পরিবারের ছেলে হঠাৎ যদি গিয়ে পড়ল সুন্দরবনের এক বিধবাদের গ্রামে। সেখানকার বিধবাদের নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করা হচ্ছে। এই গল্প একেবারে ছকে বাঁধা নয়। চিত্রনাট্য শুনে তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর? উষসী রায় (Ushasi Ray) থেকে পার্বতী হয়ে ওঠার যাত্রাটা সত্যিই মনে রাখার মতো। 


সদ্য মুক্তি পেয়েছে 'সুন্দরবনের বিদ্যাসাগর' -এর ট্রেলার। 'হইচই'-এর (Hoichoi) এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন উষসী রায় ও ঋদ্ধি সেন (Riddhi Sen)। গোটা শ্যুটিংয়ের সিংহভাগই হয়েছে সুন্দরবনে। কিছুটা অংশ শ্যুটিং হয়েছে কলকাতায়। চিত্রনাট্য শুনে এতই পছন্দ হয়েছিল যে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন নায়িকা। উষসী বলছেন, 'গল্পটা শুনে ভীষণ ভালো লেগেছিল। আর সিরিজটার বিষয়বস্তু নিয়ে আমি এর আগে খুব এখটা ওয়াকিবহাল ছিলাম না। শুনে মনে হয়েছিল এমন কাজ বাংলায় খুব বেশি একটা হয়নি। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এসি অফিসে কাচের টেবিল আর সুন্দর চেয়ারে বসে যখন গল্পটা শুনছি, সেটা সত্যিই একরকম অভিজ্ঞতা। আর যখন গ্রামে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে মিশে গিয়ে কাজ করছি, সেই অনুভূতিটা একেবারে অন্যরকম। করোনার জন্য সবাই ঘরবন্দি ছিলাম এতদিন। তারপর সুন্দরবনের মতো একটা পরিবেশে গিয়ে কাজ, এট ভালো একটা টিম, গোটা অভিজ্ঞতাই মনে রাখার মতো।'


আরও পড়ুন:হ্যারি পটারের মত ম্যাজিক দেখাবেন সোহম! সঙ্গী প্রিয়ঙ্কা, মুক্তি পেল নতুন পোস্টার


পর্দায় এই প্রথম একসঙ্গে কাজ করেছেন ঋদ্ধি-উষসী। সহ অভিনেতা হিসেবে ঋদ্ধি কেমন? একটু হেসে উষসী বললেন, 'আমার আর ঋদ্ধির আলাপ তো সেই ছোটবেলা থেকে। 'স্বপ্নসন্ধানী'-তে আমি নাটক করতাম। 'ভালো রাক্ষস'-এর নাটকে ঋদ্ধি ভালো রাক্ষস সাজত আর আমি বসন্তবৌরি পাখি। বড় হওয়ার পর আস্তে আস্তে আমাদের দেখাসাক্ষাৎ, কথাবর্তা কমে যায়। যোগাযোগটুকু ছিল কেবল। পর্দা ভাগ না হলেও মঞ্চ ভাগ করে নিয়েছি একসঙ্গে। এতদিন পরে একসঙ্গে কাজ করতে গিয়ে মনেই হল না মাঝে এতটা সময় পেরিয়ে গিয়েছে। মনে হল গতকালই ভালো রাক্ষসের শো করে এসেছি। আজ 'সুন্দরবনের বিদ্যাসাগর' -এর শ্যুটিং। ঋদ্ধি আমায় সেই জায়গাটা দিয়েছে বলেই আরও সাবলীলভাবে ওর সঙ্গে অভিনয় করতে পেরেছি সব দৃশ্যে। ঋদ্ধি যত ভালো অভিনেতা, ততটাই ভালো একজন মানুষ। ওকে আমি ঋদ্ধি বলি না, ডাকনামে ডাকি... বাবিয়া।'


টানা আউটডোর শ্যুটিং। শোনা যায় আউটডোর শ্যুটিং মানেই আনন্দ? সম্মতি জানিয়ে উষসী বললেন, 'হ্যাঁ খুব মজা করে কাজ করেছি আমরা। তবে টিমে যাঁরা পর্দায় মজা করতেন বাস্তবে ভীষণ গম্ভীর থাকতেন। আর আমাদের যাদের পর্দায় গম্ভীর থাকার কথা, তারা শ্যুটিং ফ্লোরে সবসময় ঠাট্টা ইয়ার্কি করতাম। এমনকি খুব গম্ভীর দৃশ্যেও মজার কথা বলতে বলতে গম্ভীর অভিব্যক্তি দিয়েছি। যখন শ্যুটিং করতাম, রোজ খবর বেরত, সুন্দরবনে বাঘ বেরিয়েছে। বাড়িতে সবাই সে সব দেখে ভয় পেত। তাই আমরা কেউ আর ঘুরতে যাওয়ার সাহস দেখাইনি।'


১১ মার্চ মুক্তি পাবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'। উষসী বললেন, 'এই ওয়েবসিরিজটা সবাইকে নিয়ে বসে দেখবার মতো। আশা করি দর্শকের ভালো লাগবে।'