কলকাতা: গতকালই রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন,সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্ত শুরু না হওয়া পর্যন্ত তিনি শান্তিতে ঘুমোতে পারবেন না। এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমত প্রচার শুরু করেছেন রূপা। গতকাল সারা রাত ধরে সুশান্তের মৃত্যু নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। গতরাতে রূপা সম্ভবত প্রকৃত অর্থেই নির্ঘুম ছিলেন। প্রতি ঘণ্টায় একটা করে প্রশ্ন রাখেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ যদি প্রাথমিকভাবে বলেও থাকে, সুশান্ত আত্মহত্যা করেছেন, তা সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এমন দক্ষতাসম্পন্ন নিবেদিতপ্রাণ অভিনেতা এমন ঝট করে আত্মহত্যা করবেন কেন?
রূপা আরও লিখেছেন, স্বজনপোষণ আসে বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়স্বজনদের বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া থেকে। যে ভবিষ্যতে চোখ রেখেছে তাকে এভাবে কি ভেঙে ফেলা যায়? যার নজর আকাশে, তার ওপর এই স্বজনপোষণ সত্যিই কি প্রভাব ফেলে?
রূপা প্রশ্ন করেছেন, সুশান্তের যে উচ্চতা ছিল তাতে তাঁর পক্ষে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করা সম্ভব কিনা। কোনও চেয়ার বা টুলে উঠে নিশ্চয়ই গলায় ফাঁস লাগিয়েছিলেন তিনি, সেটা কি খুঁজে পাওয়া গিয়েছে? সিবিআই তদন্তেরও দাবি করেছেন তিনি।
তাঁর আরও প্রশ্ন, ঘরের চাবি খোলা তো যেত কম্পিউটারে। এত সহজে তালার মিস্ত্রী কী করে জোগাড় হল, এত তাড়াতাড়ি দরজাই বা খোলা গেল কীভাবে?
বিছানার পাশের টেবিলে পড়ে ছিল সুশান্তের মানসিক অসুস্থতা সংক্রান্ত কাগজপত্র। কেন কেউ এভাবে সব ছড়িয়ে রাখবে? তিনি টুইট করেছেন।
সুশান্তের মৃত্যুর সময় তাঁর কুকুর ফাজ ঘরেই ছিল। সে একবারও ডাকল না কেন? রূপা প্রশ্ন করেছেন।