নৈনিতাল: উত্তরাখণ্ডের নৈনিতালের বেতালঘাট এলাকায় করোনা কোয়ারান্টাইন সেন্টারে থাকার সময় ৬ বছরের একটি মেয়ের সাপের কামড়ে মৃত্যু হল। গতকাল ভোরে সাপটি কামড়ায় তাকে।
নৈনিতালের চিফ মেডিক্যাল অফিসার ভারতী রাণা জানিয়েছেন, এক দুর্গম গ্রাম তাল্লি সেঠির সরকারি প্রাথমিক স্কুলে মেয়েটিকে তার বাবা মায়ের সঙ্গে কোয়ারান্টাইন করা হয়। গতকাল ভোর পাঁচটা নাগাদ সাপে কামড়ায় তাকে। বেলা সোয়া একটা নাগাদ তাকে নিয়ে আসা হয় বেতালঘাটের স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাকে দুটি ইঞ্জেকশন দেন। কিন্তু ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। দিনবারো আগে বাবা মায়ের সঙ্গে দিল্লি থেকে ফেরে মেয়েটি। ঘটনার ৩ দিন আগে তাদের তিনজনকে কোয়ারান্টাইন করা হয়।
কিন্তু ভোর পাঁচটায় সাপে কামড়ালে স্বাস্থ্যকেন্দ্রে আসতে সোয়া একটা হয়ে গেল কেন? জানিয়েছেন, প্রথমে তাকে ঝাড়ফুঁক করানো হয়, ফলে দেরি হয়ে যায়। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
যে চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে তাকে দেখেন, তাঁর নাম সতীশ পন্থ। তিনি বলেছেন, মেয়েটির বাবা মা তাঁকে জানান, ঘুমের মধ্যে তার কানে সাপে কামড় দেয়। সোয়া একটা নাগাদ তাকে নিয়ে আসা হলে তাঁরা বিষ নিষ্ক্রিয় করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, সবই নিয়েছিলেন। কিন্তু ১টা ২৫ নাগাদ মারা যায় সে। আগে আনলে হয়তো বেঁচে যেত।
উত্তরাখণ্ডের সব থেকে বেশি করোনা সংক্রমিতের সংবাদ নৈনিতাল থেকে এসেছে। এ রাজ্যে করোনা রোগী এখনও পর্যন্ত ৩৩২ জন, শুধু নৈনিতালেই রয়েছেন তাঁদের মধ্যে ১১৭ জন।
নৈনিতালের কোয়ারান্টাইন সেন্টারে সাপের কামড়ে মারা গেল ৬ বছরের শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2020 01:50 PM (IST)
কিন্তু ভোর পাঁচটায় সাপে কামড়ালে স্বাস্থ্যকেন্দ্রে আসতে সোয়া একটা হয়ে গেল কেন? জানিয়েছেন, প্রথমে তাকে ঝাড়ফুঁক করানো হয়, ফলে দেরি হয়ে যায়। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -