নিউ দিল্লি : চলতি বছরে প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে দেশ। ১০ জুন, অর্থাৎ আজই দেখা যাবে সূর্যগ্রহণ। সীমান্ত এলাকা ও হিমালয় ভূখণ্ড থেকে গ্রহণ দেখা যাবে। তাছাড়া আর কেউ এই 'রিং অফ ফায়ার' বা আগুনের বলয় দেখতে পাবেন না। NASA যে ম্যাপ প্রকাশ করেছে সেই অনুযায়ী, উত্তর গোলার্ধে যাঁরা রয়েছেন, তাঁরা সূর্যগ্রহণ দেখতে পাবেন। লাদাখ ও অরুণাচলপ্রদেশের মানুষ সাক্ষী থাকবেন সূর্যগ্রহণের।


দেশের অন্য প্রান্তের মানুষ অনলাইনে সূর্যগ্রহণ দেখতে পারবেন। যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই লাইনে আসে এবং সূর্য ও পৃথিবীর মধ্যে দিয়ে চাঁদ অতিক্রম করে এবং সূর্য আংশিকভাবে আড়াল হয়ে পড়ে(সম্পূর্ণভাবে নয়। কারণ চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে), তখনই এই মহাজাগতিক ঘটনা ঘটে।  


এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা ডি পি দুয়ারি বলেন, চাঁদের সূর্যকে ঢেকে রাখার এই দৃশ্য ক্ষুদ্র ভগ্নাংশ সময়ের জন্য। অবস্থান অনুযায়ী খুব জোর ৩ থেকে ৪ মিনিট মতো। 


ভারতে শুধুমাত্র লাদাখ ও অরুণাচলপ্রদেশে সূর্যগ্রহণ দেখা যাবে। ১টা ৪২ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত তা চলার কথা। তবে গ্রহণের মূল সময় বিকাল ৪টা ১৬ মিনিট। যখন চাঁদ ও সূর্য সংযুক্ত হয় বৃষ রাশির একদম ২৫ ডিগ্রিতে।


NASA জানিয়েছে, আজ পূর্ব আমেরিকা, উত্তর আলাস্কা ও কানাডার কিছুটা অংশ এবং ক্যারিবিয়ান, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকার আংশিক জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে। 


কীভাবে দেখবেন ?


খোলা চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ, তাতে চোখের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণ দেখার নিরাপদ উপায়- দূরবীণ বা টেলিস্কোপ ব্যবহার করা।


এবছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। সেটা হবে সম্পূর্ণ সূর্যগ্রহণ। যা শুরু হবে বেলা ১০টা ৫৯ মিনিটে এবং শেষ হবে দুপুর ৩টে ৭ মিনিটে। প্রসঙ্গত, তিন ধরনের সূর্যগ্রহণ হয়-সম্পূর্ণ, আংশিক ও বাৎসরিক।