কলকাতা: রাস্তায় ট্রাক খারাপ হওয়ায়, মেরামত করতে নেমেছিলেন চালক, খালাসি-সহ ৩ জন। পিছন থেকে আসা বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনেরই। গতকাল রাত আড়াইটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের শিমুলিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। মৃত তিনজনই চন্দ্রকোণা রোড এলাকার বাসিন্দা। পিক আপ ভ্যানের চালক পলাতক।


খারাপ হয়ে গিয়েছিল ট্রাক। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে সারাই করছিলেন চালক, খালাসি ও অন্য একজন। আচমকাই বেপরোয়া গতিতে ছুটে আসে একটি পিক-আপ ভ্যান। তীব্র গতিতে ধাক্কা মারে তাঁদের।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,   বৃহস্পতিবার চন্দ্রকোনা রোড থেকে  একটি ট্রাক ঘাটালের দিকে আসছিল। ভোরবেলা শিমুলিয়ার কাছে ট্রাকের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে নামেন ট্রাকে থাকা তিন ব্যক্তি। হঠাৎই উল্টো দিক থেকে  দুরন্ত গতিতে ওই পিকআপ ভ্যান ধাক্কা মারে তিনজনকে।দুর্ঘটনা ঘটে ভোরবেলায়। নির্জন ছিল রাস্তাঘাট।  দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তায় জখম অবস্থায় পড়ে থাকেন ওই তিনজন। পরে ঘটনাটি স্থানীয়দের নজরে পড়ে।   স্থানীয় লোকজন তাঁদের সেখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে  আসার পথেই তাঁদের মৃত্যু হয়। হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়।জানা গেছে, মৃত তিনজনেরই বাড়ি গড়বেতায়।  মৃত তিন ব্যক্তির নাম সোলেমান খান ( ২৬) শেখ রাজেশ (৩০) দীপঙ্কর আহির (১৭)।


উল্লেখ্য, কয়েকদিন আগেই গত ৩ জুন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পথ দুর্ঘটনা ঘটে।ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি গাড়ি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত হন ২।  সৃজাপুর থেকে ছোট গাড়িতে করে পাঁচজন ইসলামপুর শহরে এসছিল।  জিনিসপত্র  কেনাকাটা করে গভীর রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই  কাঞ্জিভারার পুলিশ ফাঁড়ি থেকে খানিক দূরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে ওই গাড়িটি। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়ির আরোহীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এর আগে উত্তর দিনাজপুরেরই চোপড়া ও ইসলামপুরের মাঝে ভীমডাঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গত মাসের শেষ দিন গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অভিশপ্ত ওই গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির ৩ আরোহীর মৃত্যু হয়েছিল।