'লাল কাপ্তান'-এ নাকাব পরিহিতা সোনাক্ষীকে দেখলে চমকে যাবেন!

নাকাব পরিহিতা শত্রুঘ্ন-কন্যার লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। জমকালো এই সাজে সোনাক্ষীকে দেখা যাবে একটি ক্যামিও রোলে। যদিও পরিচালক নবদীপ সিংহ জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যই সোনাক্ষীকে নেওয়া হয়েছে।

Continues below advertisement
নয়াদিল্লি: প্রকাশ পেল সোনাক্ষী সিনহার ‘লাল কাপ্তান’ ছবির লুক। নাকাব পরিহিতা শত্রুঘ্ন-কন্যার লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। জমকালো এই সাজে সোনাক্ষীকে দেখা যাবে একটি ক্যামিও রোলে। যদিও পরিচালক নবদীপ সিংহ জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যই সোনাক্ষীকে নেওয়া হয়েছে। কিছুদিন আগেই সামনে এসেছে সেফ আলি খান অভিনীত ‘লাল কাপ্তান’ এর ট্রেলার। এবার পোস্টারে দেখা গেল নূর বাঈ ওরফে সোনাক্ষীকে।
পরিচালক জানিয়েছেন, সোনাক্ষী অতিথি শিল্পী হলেও, তাঁর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কে এই নূর বাঈ? সেই ব্যাপারে বেশি কিছু না বললেনও, সোনাক্ষী যে ছবিতে বিশেষ গ্ল্যামার ফ্যাক্টর যোগ করতে চলেছেন, তা জানিয়েছেন তিনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola