রাষ্ট্রপুঞ্জ: কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করা মন্তব্যের জবাব দেওয়ার ভাবনাচিন্তা চালাচ্ছে ভারত। এর জন্য ‘রাইট টু রিপ্লাই’ বা জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে ভারত বলে খবর। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইমরানের বক্তব্যের জবাব দিতে চলেছে ভারত। প্রসঙ্গত, ইমরানের বক্তব্যের ঠিক পরই এই নিয়ে একপ্রকার সিদ্ধান্তও হয়ে গিয়েছে। এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তব্য পেশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান। তাঁর বক্তব্যের অধিকাংশ জুড়ে ছিল কাশ্মীর প্রসঙ্গ। সেখানে কাশ্মীরে রক্তপাতের হুমকি দেন ইমরান। বলেন, কাশ্মীরে ভারত যেই কারফিউ প্রত্যাহার করবে, সেখানে রক্তপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি ফের উস্কে দেন পরমাণু যুদ্ধের আশঙ্কা। ইমরানের এধরনের মন্তব্য ভারত যে ভালভাবে নিচ্ছে না, তা তাদের মনোভাবেই স্পষ্ট। সেই মতো প্রস্তুতিও পুরোদমে চলছে। এখন ভারত কখন পাকিস্তানকে জবাব দেয়, সেটাই দেখার।