মুম্বই: ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই এখনও চলছে। তারই মাঝে ভাল থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনালি বেন্দ্রে। ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন তাঁর রোজকার সকালের ছবি।

ইনস্টাগ্রামে সোনালির ৩০ লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছেন। সোনালি লিখেছেন, তাঁর সকাল শুরু হয় ব্ল্যাক কফি দিয়ে।



তারপর পোস্ট করেছেন একের পর এক ছবি।




২০১৮-র জুলাই মাসে সোনালির মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা চলে তাঁর। সে বছর ডিসেম্বরে মুম্বই ফিরে আসেন তিনি।