নয়াদিল্লি: মধুচন্দ্রিমায় স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ সোনম রঘুবংশীর বিরুদ্ধে। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে, ভাড়াটে খুনি দিয়ে তিনি রাজাকে খুন করান বলে জানা যাচ্ছে। তদন্তে নেমে এবার নয়া তথ্য হাতে পেল পুলিশ। জানা যাচ্ছে, রাজাকে নিজের কাছেই ঘেঁষতে দেননি সোনম। জানিয়েছিলেন, আগে কামাখ্য়া মন্দিরে পুজো দেবেন। তার পরই শারীরিক মিলনে লিপ্ত হবেন। সেই মতো রাজা সব ব্যবস্থাপনাও করেন। (Sonam Raghuwanshi News)
সংবাদ সংস্থা পিটিআই এই নয়া তথ্য সামনে এনেছে। এক তদন্তকারী আধিকারিককে উদ্ধৃত করে তারা জানিয়েছে, বিয়ের পরই রাজাকে নিজের অবস্থান জানিয়ে দেন সোনম। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরই তাঁদের মধ্যে শারীরিক মিলন ঘটতে পারে বলে জানিয়ে দেন। আরে সেই মতোই মেঘালয় থেকে গুয়াহাটি যাওয়ার সমস্ত ব্যবস্থা করেন রাজা। (Sonam Raghuwanshi Arrested)
তদন্তকারীরা জানতে পেরেছেন, নোংরিহাটে ঘন জঙ্গলে যেতে রাজাকে একরকম জোরই করেন সোনম। ভেবেছিলেন, নির্জন জায়গায় অপরাধ ঘটানো সহজ হবে। কিন্তু সেখানে পর্যটরদের বেশ ভিড় ছিল। ফলে সেখানে উদ্দেশ্য চরিতার্থ করা হয়নি সোনমের। শেষ পর্যন্ত ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে নিয়ে গিয়ে খুন করা হয় রাজাকে। সোনমের চোখের সামনেই রাজাকে খুন করা হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
গত ১১ মে ইন্দৌরে বিয়ে হয় সোনম এবং রাজার। গুয়াহাটি হয়ে মেঘালয় পৌঁছন ২০ মে। এর পর ২৩ মে সোহরা থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। ২ জুন খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। ৯ জুন শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে সোনমকে গ্রেফতার করে পুলিশ। এর পর একে একে গ্রেফতার হয় সোনমের প্রেমিক রাজ, তিন ভাড়াটে খুনি। আগে কখনও মেঘালয় যাননি বলে যদিও দাবি করেছেন সোনম। তাঁর দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ওই তিন জনই রাজের বন্ধু বলে জানা গিয়েছে। সোনম জানিয়েছিলেন, ওই তিন জন ব্যর্থ হলে, তিনি নিজেই রাজাকে খুন করবেন। সেলফি তোলার বাহানায় খাদের ধারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। শুধু তাই নয়, খুন যদি ফাঁস হয়ে যায়, সেক্ষেত্রে রাজের সঙ্গে নেপাল পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল সোনমের। এখনও পর্যন্ত যা খবর, বাড়ির চাপে রাজাকে বিয়ে করতে রাজি হন সোনম। বিয়ের পর অঘটন ঘটবে বলে কার্যত হুঁশিয়ারিও দেন তিনি। সোনমের পরিবার এযাবৎ মেয়েকে নির্দোষ বলেই দাবি করছিলেন। কিন্তু তাঁর দাদা জানিয়েছে, বোন রাজাকে খুন করেছে বলে নিশ্চিত তিনি। তাই রাজার জন্যই আইনি লড়াই লড়বেন তাঁরা। অন্য দিকে, সোনম রাজাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলে খবর।