নয়া দিল্লি : অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী (Former Congress President) সনিয়া গাঁধী (Sonia Gandhi)। তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। আজ তাঁকে হাসপাতালে নিয়ে যান কন্যা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা।
পিটিআই সূত্রের খবর, শ্বাসনালীতে সংক্রমণে ভুগছেন সনিয়া। মঙ্গলবার থেকেই তিনি অসুস্থ। সেই কারণে ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটেই দিল্লি ফিরে আসেন পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা। মঙ্গলবার সন্ধেতেই উত্তরপ্রদেশে প্রবেশ করেছে যাত্রা।
কী বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ ?
স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান অজয় স্বরূপ জানান, আজ আমাদের হাসপাতালে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীকে ভর্তি করা হয়েছে। তাঁকে চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। শ্বাসনালীতে ভাইরাল সংক্রমণের চিকিৎসা করা হচ্ছে তাঁকে।
গত বছর করোনায় আক্রান্ত হন সনিয়া। তার পর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কয়েক মাস আগে ঘাড়ের চিকিৎসায় বিদেশ গিয়েছিলেন তিনি। তবে, অসুস্থতা সত্ত্বেও কর্ণাটকের মাণ্ড্যতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেন তিনি।
পদযাত্রায় হাঁটার সময় জুতোর ফিতে খুলে যায় সনিয়ার। তা লক্ষ্য করে মাকে থামিয়ে দেন রাহুল। তার পর মাটিতে উবু হয়ে বসে সনিয়ার জুতোর ফিতে দেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই মুহূর্ত, যা ফেসবুক, ট্যুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে সনিয়া পদযাত্রায় যোগ দিলেও, মায়ের শরীর নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাহুল। হাঁটার সময় বার বার মাকে বিরতি নিতে অনুরোধ করতে দেখা যায় তাঁকে। বার বার তাতে আপত্তি জানালেও, শেষমেশ যদিও ছেলের কথাই মেনে নেন সনিয়া। কিছুক্ষণ গাড়িতে জিরিয়ে নিয়ে, ফের পদযাত্রায় পা মেলান তিনি। তাতে রাহুল এবং সনিয়াকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা।
পরে তাঁকে দিল্লিতে রাহুল, প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্টের সঙ্গে দেখা যায়। যাত্রা দিল্লিতে প্রবেশ করার পর গাঁধীদের একসঙ্গে দেখা যায়।
তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া । দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। ট্যুইটারে কংগ্রেস নেতা লেখেন, সনিয়া গাঁধীর হাসপাতালে ভর্তির খবরে দুঃখিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। শারীরিক উন্নতি হোক।
আরও পড়ুন ; অসুস্থতা কাটিয়ে পদযাত্রায় সনিয়া, জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল, ভাইরাল মা-ছেলের স্নেহঘন মুহূর্ত