মুম্বই: দরিদ্রদের জন্য হাতে একটি নতুন প্রকল্প নিয়েছেন সোনু সুদ। খুদ কামাও ঘর চালাও যোজনা শুরু করেছেন তিনি। এর মাধ্যমে করোনায় রোজগার হারানো দরিদ্র মানুষদের সোনু ই রিকশা বা টোটো রিকশা উপহার দেবেন। উপার্জন হারিয়ে পথে বসেছেন যাঁরা, এই পদক্ষেপে তাঁদের উপকার হবে বলে আশা করা হচ্ছে।
সোনু বলেছেন, গত কয়েক মাসে প্রচুর ভালবাসা পেয়েছেন তিনি। সেখান থেকে প্রেরণা পেয়েছেন মানুষের জন্য আরও কিছু করার। তাই শুরু করেছেন খুদ কামাও ঘর চালাও যোজনা। কারণ তিনি মনে করেন, কাউকে সাহায্য করে বাঁচিয়ে রাখার থেকে তাঁর জন্য উপার্জনের ব্যবস্থা করে দেওয়া ভাল। এর ফলে ওই ব্যক্তি আত্মনির্ভর হবেন, নিজের ওপর ভরসা বাড়বে।
এর আগে সোনু চালু করেন প্রবাসী রোজগার অ্যাপ। এর মাধ্যমে ৫০,০০০-এর বেশি কর্মসংস্থান করা গিয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৫০০-র বেশি সংস্থা যারা নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, পোশাক, স্বাস্থ্য, অটোমোবাইল, ই কমার্স, বিপিও অবং লজিস্টিক সেক্টরের সঙ্গে যুক্ত। ২৪ ঘণ্টার হেল্পলাইন থাকা এই অ্যাপকে যুক্ত করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোয়েম্বাটুর, আমদাবাদ ও তিরুঅনন্তপুরমের সঙ্গে। আর এবার তিনি শুরু করছেন ই রিকশা বিলি।
গরিবদের দেবেন টোটো রিকশা, সোনুর খুদ কামাও ঘর চালাও যোজনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 04:04 PM (IST)
এর আগে সোনু চালু করেন প্রবাসী রোজগার অ্যাপ। এর মাধ্যমে ৫০,০০০-এর বেশি কর্মসংস্থান করা গিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -