মুম্বই: কখনও লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করেছেন, কখনও কোনও চাষীকে ষাঁড় কিনে দিয়েছেন, আবার অসুস্থ শিশুর চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন—রুপোলি পর্দার খলনায়ক সোনু সুদ, আমজনতার কাছে নায়ক। এ বার তাঁর কাছে এক ভক্তের অদ্ভুত আবদার!

অভিনেতাকে টুইট করে অঙ্কিত নামের ওই ব্যক্তির আর্জি, আসন্ন বিহার নির্বাচনে ভাগলপুর বিধানসভা কেন্দ্রে থেকে টিকিট পাইয়ে দিন। নির্বাচনে জিতে বিহারের সেবা করতে চাই। আমাকে বিজেপির টিকিটের ব্যবস্থা করে দিন। পাল্টা উত্তর দিতে দেরি করেননি সোনুও। তাঁর টুইট-জবাব, বাস, ট্রেন এবং বিমানের টিকিট ছাড়া অন্য টিকিট কী ভাবে জোগাড় করতে হয়, তা জানি না।


দিন কয়েক আগে ঈশান দ্বিবেদী নামে এক ব্যক্তি একটি আইফোন কিনে দেওয়ার আবেদন জানিয়ে টুইট করেছিলেন সোনুকে। লিখেছিলেন, একটা আইফোন কিনে দেওয়ার আবেদন করে আপনাকে অন্তত ২০ বার টুইট করেছি। সোনুর পাল্টা, আমারও একটা ফোনের দরকার... ২১ বার টুইট করেছি।


এখানেই শেষ নয়, এই অভিনেতার কাছে এক জন এক বছরের জন্য অ্যামাজন প্রাইমের অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করেছিলেন, যাতে তিনি সিনেমা দেখতে পারেন। টিভি, এসি আর পপ কর্নও কিনে পাঠাব? সোনুর সরস জিজ্ঞাসা।