Sonu Sood helps Suresh Raina : '১০মিনিটে অক্সিজেন পৌঁছাচ্ছে', রায়নার পাশে সোনু

এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বলিউড হাঙ্ক সোনু সুদ। টুইটারে ৬৫ বছরের আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার চেয়েছিলেন রায়না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে এই বার্তা দিয়েছিলেন তিনি। যা দেখেই উত্তর দেন সোনু।

Continues below advertisement

লখনউ : এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বলিউড হাঙ্ক সোনু সুদ। টুইটারে ৬৫ বছরের আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার চেয়েছিলেন রায়না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে এই বার্তা দিয়েছিলেন তিনি। যা দেখে উত্তর দেন সোনু। রায়নাকে জানান, ১০ মিনিটের মধ্যেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে।

Continues below advertisement

কোভিডকালে ফের ত্রাতা হয়ে দাঁড়ালেন বলিউডের "বড়ে দিলওয়ালে"। এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য সুরেশ রায়নার আর্তি শুনলেন সোনু। মিরাটের প্রবীণ আত্মীয়ের জন্য যোগীর কাছে আবেদন করেছিলেন সুরেশ রায়না। টুইটারে তিনি লেখেন, ''আমার কাকিমার জন্য মিরাটে জরুরি ভিত্তিতে একটা অক্সিজেন সিলিন্ডার চাই। ৬৫ বছরের মহিলার ফুসফুসে সংক্রমণ রয়েছে।''

চেন্নাই সুপার কিংস তারকার এই টুইট দেখে উত্তর দেন সোনু। রায়নাকে তিনি জানান, ''১০ মিনিটে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাচ্ছে ভাই।'' দাবাং স্টারের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রায়না। সোনুকে পাল্টা টুইটে তিনি লেখেন, ''সোনু পাজি আপনার এই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।''

দেশের কোভিড পরিস্থিতি বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। করোনা রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসাপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। খাস রাজধানীতে হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে একাধিক কোভিড রোগীর। সেই পরিস্থিতিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সবাইকে সাহায্য করে চলেছেন সোনু। তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার। খোদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি।

অতীতেও কোভিডে আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই বলিউড স্টার। করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, রেমডিসিভির, প্লাজমা এমনকী হাসপাতালে ভর্তির ব্যবস্থা পর্যন্ত করেছেন। সম্প্রতি সোনু সুদের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, বলি তারকার বাড়ির সামনে সাহায্যের জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। বৃহস্পতিবারই একটি ভিডিয়ো পোস্ট করেন সোনু। যেখানে তিনি লিখেছেন, ''ভারতের জন্য অক্সিজেন আসছে। স্টে স্ট্রং ইন্ডিয়া। আমার তরফ থেকে অক্সিজেন এবার আপনাদের কাছে যাচ্ছে।''

Continues below advertisement
Sponsored Links by Taboola