কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -- এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ত্রিপুরা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম ও উত্তর বঙ্গে আগামী দশই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রবিবার।
রবি ও সোমবার আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খন্ড ওড়িশার মত পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।