মুম্বই: মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তাঁর বহু দিনের। কখনও কৃষক দম্পতিকে ট্রাক্টর কিনে দিচ্ছেন, তো কখনও পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় পাশে দাঁড়াচ্ছেন। এবার উত্তরপ্রদেশের ২২ বছরের তরুণীর আবেদনে সা়ড়া দিয়ে নি রিসপ্লেসমেন্টের যাবতীয় খরচ দিলেন অভিনেতা।
হাঁটুর সমস্যায় ভুগছিলেন গোরক্ষপুরের তরুণী প্রজ্ঞা মিশ্র। বাবা পেশায় গ্রামের এক মন্দিরের পুরোহিত। তার পক্ষে অস্ত্রোপচারের বিপুল খরচ জোগাড় করা কোনও ভাবে সম্ভব ছিল না। নিরুপায় হয়ে টুইটারে আবেদন করেন তরুণী। সোনুকে লেখেন, ’’ আমাকে আর্থিক সাহা্য্য করুন। শয্যাশায়ী হওয়ার হাত থেকে বাঁচান।‘‘চিকিৎকের প্রেসক্রিপশন এবং হাসপাতালে অস্ত্রোপচারের খরচ টুইটারে দেন প্রজ্ঞা।


টুইট দেখে উত্তরপ্রদেশে ইন্দিরাপুরমের হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেন সোনু । অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা করতে বলেন। প্রজ্ঞা মিশ্রের টুইটের জবাবে তিনি লেখেন, ’’ চিকিৎকদের সঙ্গে কথা বলে অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা করেছি। হাসপাতাল পর্যন্ত আসার ব্যবস্থাও করে দিয়েছি। আগামী সপ্তাহে আপনার অস্ত্রোপচার। খুব শীঘ্র ভাল হয়ে উঠুন। ঈ্শ্বর আপনার সহায় হোন।‘‘
সোনুর ফোন পেয়ে সরাসরি প্রজ্ঞার গ্রামে যান চিকিৎক অখিলেশ যাদব। পরিবারের সঙ্গে কথা বলে আসেন। শুধু অস্ত্রোপচারের বন্দোবস্ত করে থেমে থাকেননি অভিনেতা। হাসপাতালে তাঁদের আর কোনও ধরনের সমস্যায় পড়তে হয়েছে, কিনা তাও জানতে চান।
সম্প্রতি সোনুর এক খুদে ভক্ত ভিডিও গেম প্লে স্টেশন কিনে দেওয়ার আবেদন জানিয়েছিল। তবে সে আবেদন খারিজ করে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন ভিডিও গেম প্লে স্টেশন না খাকাটাই মঙ্গলের। তাকে কিছু বই কিনে দেন তিনি।