নয়াদিল্লি: কোভিড-১৯ উদ্ভূত সময়ে বিভিন্ন শহরে আটকে থাকা বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের ট্রেন, বাসে ঘরে ফেরানোর পর এবার ‘প্রবাসী রোজগার’ নামে নিখরচায় অনলাইন প্ল্যাটফর্মের সূচনা করলেন সোনু সুদ যেখানে কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যাবতীয় সুলুকসন্ধান মিলবে। দেশব্যাপী বিভিন্ন সেক্টরের শ্রমিক, কর্মচারীরা যাতে সঠিক কাজের সুযোগ খুঁজে পান, সেজন্য় একটি অ্য়াপ চালু করেছেন তিনি।
সোনু জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে গিয়ে ওঁদের বলতে শুনতেন যে, কোভিড-১৯ অতিমারীর কঠিন সময়ে ওঁরা সঠিক, উপযুক্ত কাজ খুঁজছেন। সোনু বলেছেন, গত কয়েক মাসে এই উদ্যোগ বাস্তবায়িত করার পিছনে অনেক ভাবনাচিন্তা, পরিকল্পনা, প্রস্তুতি রয়েছে, যাতে সুনিশ্চিত হয়, এটা সততার সঙ্গে হবে এবং দেশে ইতিমধ্যে এ ব্যাপারে যে কাজ হয়েছে, তাকে ভিত্তি করেই এগনো হবে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, গরিবি রেখার নিচে থাকা যুবকদের কর্মদক্ষতা বাড়ানো, কর্মক্ষেত্রে ঢোকানোর ব্যাপারে তৃণমূল স্তরে কাজ করা বিভিন্ন শীর্ষ সংগঠন, এনজিও, সমাজসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা, কৌশল নির্মাতা বিশেষজ্ঞ, প্রযুক্তিগত স্টার্ট আপ এবং সর্বোপরি যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছি, তাদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। গ্রামে কমিউনিটি সংগঠনগুলি পরিযায়ী শ্রমিকদের সঠিক কাজের সুযোগ খুঁজে বের করায় তাঁর উদ্যোগকে সাহায্য করবে বলে জানান সোনু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপে নির্মাণ, বস্ত্র, স্বাস্থ্য পরিষেবা, ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই-কমার্স, লজিস্টিক সেক্টরের ৫০০-র ওপর নামী কোম্পানির খবরাখবর থাকবে যারা কাজের খবর থাকলে জানাবে। পাশাপাশি ‘প্রবাসী রোজগার’-এ স্পোকেন ইংলিশ সমেত বিশেষ জব ট্রেনিং কর্মসূচিও চালানো হবে। এ ব্যাপারে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোয়েম্বাত্তুর, আমদাবাদ, তিরুঅনন্তপুরমে 24x7 হেল্পলাইনও বসানো হয়েছে।