মুম্বই: সাইক্লোন নিসর্গে ক্ষতিগ্রস্ত মুম্বই সমুদ্রতটের কাছাকাছি বাস করা ২৮,০০০ মানুষের জন্য খাবার ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন সোনু সুদ। এ ব্যাপারে নিজের টিমকে নির্দেশ দিয়েছেন তিনি।


মুম্বইয়ের কাছে আলিবাগে গতকাল আছড়ে পড়ে নিসর্গ। তবে দেশের অর্থনৈতিক রাজধানীর তেমন ক্ষতি করেনি সে। সোনু জানিয়েছেন, নিসর্গে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদে পুরসভার স্কুল ও কলেজগুলিতে সরিয়ে নিয়ে গেছেন তাঁরা। ২৮,০০০এর বেশি বিপন্নের মধ্যে চলছে খাবার বিলি। তাঁরা যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে, এক বিবৃতিতে জানিয়েছেন সোনু।

অসম থেকে আসা ২০০-র বেশি পরিযায়ী শ্রমিক নিসর্গে ঘর হারিয়েছেন। সোনুর কাছে তাঁরা গিয়েছিলেন সাহায্যের জন্য। তাঁদের জন্যও বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করেছেন তিনি। বাড়ি পাঠানো পর্যন্ত সেখানেই তাঁদের রাখা হবে বলে সোনু জানিয়েছেন।

মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ এলাকায় এখন নিম্নচাপের চেহারা নিয়েছে নিসর্গ ঘূর্ণিঝড়। ধীরে ধীরে তা আরও দুর্বল হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।