ট্রেন্ডিং

চাকরিহারাদের পাশে দিলীপ, 'মমতা নিজেই আন্দোলন করে জিতে এসেছেন,সত্যকে দাবানোর চেষ্টা হলে কী হবে, উনিও জানেন..'

কেউ ব্যবসায়ী, কেউ পড়ুয়া, কেউ বা দিনমজুর, পাক-যোগ, গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি সমেত জালে মোট ১২

অভিষেকের বক্তব্যের পাল্টা বক্তব্য ক্ষোভপ্রকাশ চাকরিহারা শিক্ষকদের, এক আন্দোলনকারী বলেন, 'আমাদের জীবনটাই তো ধ্বংস হয়ে গিয়েছে..'

একবছরে চারবার এরাজ্যে এসেছিল পাক-চর সন্দেহে ধৃত ইউটিউবার!

'তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে নেতারা সব ক্রিমিনালরাই হয়', আক্রমণ অর্জুনের
'মোদ্দাকথা কেউ পরীক্ষা দিতে চায় না, সকলে চাকরি ফেরত পেতে চায়', বললেন ব্রাত্য বসু
আগামী ১০ দিনে আরও ১০০ বাসে শ্রমিকদের ঘরে পাঠাবেন সোনু সুদ
প্রত্যেক শ্রমিককে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল, বিস্কুট, ফল ও পাও ভাজির মত খাবার।
Continues below advertisement

মুম্বই: তেমন নামী হিরো তিনি কখনওই নন। ভিলেনিতেও চেষ্টা করেছেন, নায়কের হাতে যাচ্ছেতাইরকম মার খেতে হয়েছে। কিন্তু এই করোনায় সত্যিকারের নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সোনু সুদ। ছোটবেলার বন্ধু নীতি গোয়েলের সঙ্গে যে ঘর ভেজো মিশন শুরু করেছেন তিনি, তাতে এখনও পর্যন্ত ৭৫০ শ্রমিক গন্তব্যে পৌঁছেছেন।
১১ তারিখ থেকে ২১টি বাসে ৬৫০ শ্রমিককে কর্নাটক ও উত্তর প্রদেশের বাড়িতে পাঠিয়েছেন সোনু। দেখে নিন, ঠিক কীভাবে লকডাউনের মধ্যেও শ্রমিকদের কাছে পৌঁছে যাচ্ছে তাঁর সাহায্যের হাত
- সোনুর ব্যবস্থা করা প্রতিটি বাস ৬০ সিটার। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের জন্য এক একটি বাসে ৩৫ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না।
- সোনু ও তাঁর বন্ধু নীতি প্রত্যেক যাত্রীর আগে শারীরিক পরীক্ষা করাচ্ছেন। এভাবে ১০,০০০-এর বেশি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, মেডিক্যাল সার্টিফিকেট থাকলে তবেই বাসে ওঠা যাচ্ছে।
- পরিযায়ীদের এতদিন বাড়ি ফেরানোর জন্য ঠেলেঠুলে ট্রাকে তুলে দেওয়া হচ্ছিল। প্রত্যেকের কাছ থেকে এক একটা আসনের জন্য নেওয়া হচ্ছিল ৪,০০০-১০,০০০ টাকা করে। কিন্তু সোনুর বাসে কোনও পরিযায়ীকেই আসন কিনতে টাকা দিতে হচ্ছে না, সোনু ও নীতিই যাবতীয় খরচ করছেন। চলছে ক্রাউড ফান্ডিংও। ৮০০ কিলোমিটার সফরের জন্য পড়ছে ৬৪,০০০ টাকা। আর ১,৬০০-২,০০০ কিলোমিটার সফরের জন্য ১.৮ লাখ টাকা।
- পরিযায়ীদের তাঁদের বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছে বাস। নীতি গোয়েলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অন্যান্যরা দিনরাত ধরে এই শ্রমিকদের ঠিকানা ধরে তালিকা তৈরি করছেন।
- এ ধরনের কাজ আর যাঁরা করছেন তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখছেন সোনু-নীতি। ঠিকানা ধরে যদি দেখেন কোনও পরিযায়ী অন্য দিকে যাবেন, তবে অন্য বাসের সঙ্গে যোগাযোগ করে তাতে তাঁদের তুলে দিচ্ছেন তাঁরা। এমনকী ট্রেনেও ঝাড়খণ্ড পাঠিয়েছেন ১৫০ জনকে।
- প্রত্যেক শ্রমিককে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল, বিস্কুট, ফল ও পাও ভাজির মত খাবার। এমনকী যাত্রা শুরুর আগে প্রত্যেকের কাছে অন্তত এক প্যাকেট গরম টাটকা খাবার যেন থাকে, তা নিশ্চিত করা হচ্ছে।
- পথে যাতে কোনও দুর্ঘটনা না হয়, তা দেখতে প্রতিটি বাসে থাকছেন ২ জন করে চালক, কিছুক্ষণ পর পর চালক পাল্টে যাচ্ছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে