কলকাতা: সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়।‘এখনও হালকা জ্বর রয়েছে, কিছুটা সংক্রমণ কমেছে মূত্রনালীর।ফুসফুসের সংক্রমণ-ও আপাতত কিছুটা নিয়ন্ত্রণে।এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের হার্টরেট অনিয়মিত,এখনও রয়েছে অস্থিরতা’, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে।


কাল এমআরআই, সিএসএফ রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে পোস্ট সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা জানিয়েছেন, ‘বাবার অবস্থা আগের থেকে সামান্য ভাল।আগের থেকে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল।সকালেই বাইপ্যাপ সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে।চিকিৎসকরা ইনভেসিভ ভেন্টিলেশনের কথা ভাবছেন না।বাবার সুস্থতা কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ।



এর আগে জানানো হয়েছিল যে, সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও সঙ্কটজনক। তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত চিকিত্সকদের। এমনই খবর জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে। বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত।বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থিরতা। রাতে ঘুমিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হবে।