কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি অব্যাহত। কোনও চিকিত্‍সাতেই সাড়া দিচ্ছেন না প্রবাদপ্রতিম এই অভিনেতা।

রক্তচাপ বাড়ানোর ওষুধ প্রয়োগ সহ সমস্ত অঙ্গকে সচল রাখতে যা যা করা হচ্ছে, তাতেও শারীরিক অবস্থার অবনতি ঠেকানো যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কোনও ওষুধেই কাজ হচ্ছে না। সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা খুব একটা বাড়ানো যাচ্ছে না। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁরা শেষ চেষ্টা করছেন। পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। ভোরেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন তাঁর মেয়ে পৌলমী।

হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতার স্নায়ুর সক্রিয়তা একেবারে তলানিতে। চিকিত্‍সকরা স্বীকার করেছেন, পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণেই সবরকম চিকিত্‍সার উদ্যোগ ব্যর্থ হয়েছে।