কুন্তল চক্রবর্তী, কলকাতা: করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির গতকাল রাতে করোনা পরীক্ষা করা হলে, ভাইরাসের পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। সৌরভের ভাইরাল লোড ১৯ পয়েন্ট ৫। চিকিত্সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল।
এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। একদিনে ১৩৫ জন নতুন করে আক্রান্ত হলেন করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর ( Manipur) ও গোয়ায় (Goa )। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
সৈকত-রাজ্য গোয়ায় আট বছরের একটি ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। ছেলেটি তাঁর বাবার সঙ্গে সম্প্রতি এসেছে যুক্তরাজ্য থেকে। মণিপুরে আক্রান্ত ৪৮ বছরের ব্যক্তি এসেছেন তানজানিয়া থেকে। সম্প্রতি করোনা পজিটিভ হন তিনি। তারপরই পরীক্ষায় ধরা পড়ে তিনি ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে সোমবার থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে নাইট কার্ফু (Night Curfew) জারি করেছে ইতিমধ্যেই।
সম্প্রতি ২০২২ সালের আইপিএল নিয়ে মন্তব্য করেছিলেন সৌরভ। ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’