কলকাতা: মায়ো কার্ডিয়াক ইনফার্কশনে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। চলছে স্টেন্ট বসনোর প্রক্রিয়া। কী এই মায়ো কার্ডিয়াক ইনফার্কশন? কীভাবে হয় চিকিৎসা?

চিকিৎসক মনতোষ পাঁজা বলেন, মায়ো কার্ডিয়াক ইনফ্রাকশন হলে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। দেখতে হয় কতটা ব্লকেজ আছে। আর্টারি বন্ধ থাকলে তা খোলার জন্য প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি করে আর্টারি খুলে দিতে হয়। করোনা আবহে সাধারণ ভাইরাস সংক্রমণের জেরে আর্টারি বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে অনেকের। কিন্তু এক্ষেত্রে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে।

ইতিমধ্যে অ্যাঞ্জিওগ্রাম হয়েছে বিসিসিআই সভাপতির। অ্যাঞ্জিওপ্লাস্টির প্রস্তুতি চলছে। হাসপাতাল সূত্রে খবর, স্টেন্ট বসনোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে তাঁকে জরুরি বিভাগে রাখা হয়। আপাতত হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন তিনি। বিসিসিআই সভাপতির চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল এবং সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে চিকিৎসার সিদ্ধান্ত, খবর হাসপাতাল সূত্রে। পরিবার সূত্রে খবর, আর্টারিতে ৩টি ব্লক হয়েছে। ৩ স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সূত্রের খবর, আজই বসানো হবে ১টি স্টেন্ট।

উল্লেখ্য, শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। জানা গিয়েছে, আচমকা ব্ল্যাক আউট হয়েছিল তাঁর। জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন সৌরভ। জিম করার সময় সৌরভের পিঠ-বুকে ব্যথা হচ্ছিল। খবর সৌরভের পরিবার সূত্রে। হাসপাতালে এসেছেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসপাতালে আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল।