শান্তনু নস্কর, জীবনতলা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ পাতিখালি গ্রামে। মৃতার নাম রেশমা পারভিন (২৪)। ঘটনায় মূল অভিযুক্ত রেশমার স্বামী সামিম সর্দার। ঘটনার পর থেকেই পলাতক সামিম ও তাঁর পরিবারের সদস্যরা।


পরিবার সূত্রের খবর, ২০১৬ সালে সামিমের সাথে রেশমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানা ধরনের সাংসারিক অশান্তি লেগেছিল। এ বিষয়ে বেশ কয়েকবার বিচারসভাও বসেছে। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়নি। রেশমার অভিযোগ ছিল, সামিম সর্বদা তাঁর উপর অত্যাচার করত। সামিমের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণেই এই অশান্তি হত বলে অভিযোগ।


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিবাদ চরমে উঠলে রেশমাকে শ্বাসরোধ করে মেরে ঘরে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীর মুখে গলায় ফাঁস লাগার ঘটনা শুনে রেশমার পরিবারের সদস্যরা আসেন। রেশমার দেহ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


কান্নায় ভেঙে পড়েন রেশমার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জীবনতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তাঁরা। এই ঘটনায় সামিম ও তাঁর পরিবারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন রেশমার বাবা গিয়াসউদ্দিন সর্দার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।