কলকাতা: এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত? অভিনেতা যশ দাশগুপ্তর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। একইসঙ্গে টালিগঞ্জের একঝাঁক অভিনেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়। যোগ দিতে পারেন সৌমিলি বিশ্বাসও। এই জল্পনার তালিকায় আছে হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারীও। খবর বিজেপি সূত্রে।


গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নীও। প্রতিক্রিয়া মেলেনি যশ দাশগুপ্তর। এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।  


অভিনেত্রী সায়নী ঘোষ জানান, “একদমই না। আমি সংবাদমাধ্যমে দেখলাম হয়ত যশ যোগ দিচ্ছেন। অনেকেই দিচ্ছেন। কিন্তু তাঁর মধ্যে আমি নেই।  মুকুল দা আমার পূর্ব পরিচিতি। এটা সাধারণ জন্মদিনের উইশ।“


উল্লেখ্য, শহরের একটা পাঁচতারা হোটেলে বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক হওয়ার কথা। বড় যোগদান পর্ব বলেই বিজেপি সূত্রে খবর। অনেক বড় মুখ রয়েছে। মূলত টলি তারকারা আছেন বলে বিজেপি সূত্রে খবর।