নয়াদিল্লি: তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভরত রেড্ডির মেয়ে। তামিল, তেলুগু ও মালয়লম ছবির জনপ্রিয় নায়িকাও তিনি। চেন্নাইয়ের ৩৭ বছরের অভিনেত্রী শ্রিয়া রেড্ডির টলিউডের নামজাদা তারকা। ‘সামুরাই’ ছবি দিয়ে রূপোলি পর্দায় অভিষেক। তারপর ‘ব্ল্যাক’, ‘থিমিরু’, ‘কাঞ্চিবরম’-এর মতো একাধিক ছবিতে শ্রিয়া অভিনয় করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন শ্রিয়া। ‘মাঙ্কি বারস ট্রেনিং’, সাধারণত সেনা জওয়ানদেরই এই ধরনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জিমে শ্রিয়াকে দেখা গেল ‘মাঙ্কি বারস ট্রেনিং’ করতে।
কয়েক সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ১৭ হাজারের ওপরে ইনস্টা জনতা এই ভিডিও দেখেছে। উটিতে শ্রিয়ার এই জিম সেশনের ভিডিও দেখুন –