নয়াদিল্লি: বকেয়া মাইনের টাকা চাইতে এসেছিলেন এক কর্মী। তাঁর দিকে পোষা কুকুর লেলিয়ে দিলেন স্পা মালিক। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকায়। এহেন অভিযোগের ভিত্তিতে ওই স্পা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ১১ জুন। কুকুরের কামড়ে আহত হন স্পা-কর্মী স্বপ্না (৩৯)। মুখে এবং নাকে মোট ১৫টি সেলাই করাতে হয়েছে তাঁকে।
স্বপ্না পুলিশকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরু হওয়া লক-ডাউনের আগে দেড় মাস কাজ করেছিলেন তিনি। সেই টাকাই মালিক রজনী-র কাছে তিনি চাইতে গিয়েছিলেন খিড়কি এক্সটেনশন এলাকায়। স্পা-তে ২২ মার্চ পর্যন্ত কাজ করার প্রাপ্য টাকা চাইতে গিয়েই মালিকের কুকুরের কামড় খেতে হয়েছে তাঁকে।
কুকুরের কামড় খেয়ে যন্ত্রণায় স্বপ্না যখন চীৎকার করছিলেন, তখন তাঁকে চুপ করে থাকতে বলেন রজনী। তাঁর বক্তব্য, এমন চীৎকারে প্রতিবেশীরা বিরক্ত হবে। প্রথমে মদন মোহন মালব্য হাসপাতালে চিকিৎসার জন্য যান স্বপ্না। তারা ফিরিয়ে দিলে তিনি সফদরজং হাসপাতালে গিয়ে সেলাই করান,ওষুধ নেন। পরে একটি স্বেস্ছাসেবী সংস্থা এবং বিধায়ক সোমনাথ ভারতী-র সহায়তায় তিনি থানায় গিয়ে এফআইআর করেন ২ জুলাই। তার ভিত্তিতেই স্পা মালিককে গ্রেপ্তার করা হয়েছে।