চেন্নাই: এক সময়ের সুপার ডুপার হিট ম্যায়নে পেয়ার কিয়া লোকে হয়তো ভুলে গিয়েছে। কিন্তু এখনও মনে রেখেছে টাইটেল সং আতে যাতে। মেরে রঙ্গ নে রঙ্গনেবালি, রোজা জানেমন- হিন্দি ছবির একের পর এক মাইলস্টোন গানকে যিনি চিরকালীন করে তুলেছেন, সেই এস পি বালাসুব্রহ্মণ্যম চলে গেলেন। করোনা ফের একবার মরণ কামড় দিল।


৪০,০০০ গান রেকর্ড করেছেন বালাসুব্রহ্মণ্যম। হিন্দি তো বটেই, গেয়েছেন বাংলা, কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায়। সেরা গায়ক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার, ২০১১-য় পেয়েছেন পদ্মশ্রী। গতকাল হাসপাতাল জানিয়ে দেয়, তাঁর অবস্থা ‘এক্সট্রিমলি ক্রিটিকাল’, আজ দুপুরে মারা গিয়েছেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর।

চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি ছিলেন বালাসুব্রহ্মণ্যম। হাসপাতাল বুলেটিন জানায়, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে, সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় রয়েছেন তিনি। এসপিবি নামে পরিচিত এই প্রখ্যাত বর্ষীয়াণ গায়কের শরীরে করোনার হালকা লক্ষণ ফুটে ওঠায় অগাস্টের শুরুতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি, বলেছিলেন, একদম ঠিক আছেন। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৩ অগাস্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটে পাঠানো হয় তাঁকে। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

একটা সময় অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তাঁর প্লাজমা থেরাপি ও ফিজিওথেরাপি হয়। ৭ সেপ্টেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি, রয়েছেন ইসিএমও বা এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন সাপোর্টে। তাঁর ছেলে এস পি চরণ ১৯ তারিখ জানান, তাঁর বাবা মুখে খাবার নিতে পারছেন। এতে তিনি হৃত শক্তি ফিরে পাবেন, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ভালভাবে কাজ করবে বলে তাঁদের আশা ছিল।