নয়াদিল্লি: আপনার মাতৃভাষা যা-ই হোক, নিয়মিত সংস্কৃত বলার সুফল কী, জেনে আশ্চর্য হবেন। বিজেপি সাংসদ গণেশ সিংহ জানিয়েছেন, আমেরিকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের করা সমীক্ষা, গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম করে প্রতিদিন সংস্কৃত ভাষায় কথা বললে স্নায়ুতন্ত্র অর্থাত্ নার্ভাস সিস্টেম চাঙ্গা হয়, ডায়াবেটিস ও কোলেস্টেরলও দূরে ঠেকিয়ে রাখা যায়। সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিলের ওপর সংসদে বিতর্কে যোগ দিয়ে তিনি আরও জানিয়েছেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণায় বলা হয়েছে যে, সংস্কৃতে করা হলে কম্পিউটার প্রোগ্র্যামিং একেবারে নির্ভূল হয়। কয়েকটি ইসলামি ভাষা সহ সারা দুনিয়ার ৯৭টির বেশি ভাষা সংস্কৃতের ভিতের ওপরই দাঁড়িয়ে রয়েছে বলেও জানিয়েছেন গণেশ।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি বিলের ওপর আলোচনা করেন সংস্কৃত ভাষায়। তাঁর অভিমত, এটি অত্যন্ত নমনীয় ভাষা, একটা বাক্যকে অনেক ভাবে বলা যায় এতে। ব্রাদার, কাউয়ের মতো বেশ কিছু ইংরেজি শব্দ সংস্কৃত থেকে এসেছে বলেও দাবি করেন তিনি। এই প্রাচীন ভাষার প্রসার ঘটলে অন্য কোনও ভাষায় তার প্রভাব পড়বে না বলেও অভিমত সারঙ্গির।
সংস্কৃত বললে ডায়াবেটিস, কোলেস্টেরল ঠেকিয়ে রাখা যায়! দাবি বিজেপি সাংসদের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Dec 2019 01:48 PM (IST)
কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি বিলের ওপর আলোচনা করেন সংস্কৃত ভাষায়। তাঁর অভিমত, এটি অত্যন্ত নমনীয় ভাষা, একটা বাক্যকে অনেক ভাবে বলা যায় এতে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -