মুম্বই: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায় অভিযুক্ত এক যুবককে জামিন দিল মুম্বইয়ের বিশেষ আদালত। ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে ২৫ বছরের যুবকের বিরুদ্ধে। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে কিশোরীর সঙ্গে। সাজা থেকে বাঁচতে পড়ে অভিযুক্ত যুবক কিশোরীকে বিয়ে করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। তাই আদালত যুবকের  জামিন মঞ্জুর করেছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পকসো আইন আদালত জানিয়েছে এই সম্পর্কে তাঁদের দুজনের সম্মতি ছিল। অভিযুক্তের জামিনকে সমর্থন করেছেন ওই কিশোরীর মা।  ইতিমধ্যে কন্য়া সন্তানের জন্ম দিয়েছে ওই তরুণী। আদালত বলেছে, এটা বলা যাবে না যে অভিযুক্তের প্রথম বিয়ে সম্পর্কে ওই কিশোরী কিছু জানত না। বিচারপতি জানিয়েছেন, ওই কিশোরীর বয়স ১৮ হলেই অভিযুক্ত তাঁকে বিয়ে করবে যুবক। তাঁরা দুজনের এই সম্পর্কে সম্মতি ছিল। ফলে অভিযুক্তের জামিন মঞ্জুর করা হল।

অভিযুক্তের আইনজীবী আদালতে জানায়, অভিযুক্তরা একাধিকবার বিয়ে করতে পারে। কারণ তাঁদেক সম্প্রদায়ে একাধিক বিয়ের ক্ষেত্রে কোনও  বিধিনিষেধ নেই। এতে আপত্তি জানিয়ে বিচারপতি বলেছেন,  প্রথম স্ত্রী অভিযুক্তের দ্বিতীয় বিয়ের জন্য সম্মতি জানিয়েছিলেন এমন কোনও প্রমাণ নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আদালত এর আগে অভিযুক্তকে জামিন দিতে অস্বীকার করেছিল।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোরীর বাবার পরিচিত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ওই যুবক। কিশোরী অন্তঃসত্ত্বা হলে তাকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত। অভিযুক্তের দাবি ওই সন্তানের বাবা সে নয়। শুধু তাই নয়, অন্য কেউ সন্তানের বাবা বলেও দাবি করে সে। এরপর ওই কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করে যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করে পুলিশ। শেষমেষ বাধ্য হয়ে ওই কিশোরীকে বিয়ে করতে রাজি হয় সে।