নয়া দিল্লি : এক মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ। স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক যাত্রীকে। সোমবারের এই ঘটনা বিবৃতি জারি করে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ।


সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও সামনে এনেছে। সেই অনুযায়ী, যাত্রী এবং ক্রু মেম্বারদের বাদানুবাদে জড়াতে দেখা যায়। অভিযোগ, এক পুরুষ যাত্রী এক মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণ করেছেন।


পরে একটি বিবৃতি জারি করে এয়ারলাইন। তাতে বলা হয়েছে, দিল্লিতে বিমানে ওঠার সময়, এক যাত্রী অভদ্র আচরণ করেন । কেবিন ক্রু-কে হেনস্থা করা হয়েছে। পিআইসি এবং নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান ওই ক্রু মেম্বার। অভিযুক্ত যাত্রী এবং তাঁর এক সঙ্গী যাত্রী যাঁরা একসঙ্গে যাত্রা করছিলেন, তাঁদের নামিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।


কেবিন ক্রু-র অভিযোগ, খারাপভাবে এক সদস্যকে স্পর্শ করেন ওই যাত্রী। যদিও সঙ্গী একাংশ যাত্রীর দাবি, বিমানের বদ্ধ জায়গার কারণে এটা একটা দুর্ঘটনা। পরে অবশ্য ওই যাত্রী লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন। কিন্তু, বিমানে কোনওরকম আপত্তিকর পরিস্থিতি এড়াতে তাঁকে নামিয়ে দেওয়া হয়। 


গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সেই ঘটনায় কার্যত তোলপাড় হয়ে ওঠে দেশ। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং পুলিশের কাছে এনিয়ে রিপোর্ট না করার অনুরোধ জানান বলে খবর। অনুরোধ জানানোর সময় তিনি নাকি বলেন, এই ঘটনা প্রকাশ্যে এলে তাঁর স্ত্রী ও সন্তানের উপর তার প্রভাব পড়বে।


এই ঘটনা নিয়ে চলতি মাসেই বিবৃতি জারি করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে। ঘটনায় অভিযুক্ত মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে দিল্লি পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৫৪, ৫০৯, ৫১০ ধারা এবং উড়ান বিধির ২৩ নং ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। চার মাস এয়ার ইন্ডিয়ার বিমানেও উঠতে পারবেন না ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছে বিমান সংস্থা। প্রাথমিকভাবে অভিযুক্তের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দারি করা হয়েছিল। পরে আরও ৪ মাস যুক্ত হয়।


আরও পড়ুন ; বিমানে মহিলার গায়ে প্রস্রাবকাণ্ডে এবার 'শাস্তির খাঁড়া' এয়ার ইন্ডিয়ার উপর !