নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিক ট্রেনের যাত্রী মহিলার অনুরোধে তাঁর চার মাসের বাচ্চার জন্য আনা দুধের পাউচ চলন্ত ট্রেনের সঙ্গে ছুটতে ছুটতে তাঁর হাতে তুলে দিয়ে রেলের পোস্টার বয় হয়ে উঠেছেন আরপিএফ কনস্টেবল ইন্দর সিংহ যাদব। একটা দুধের শিশুর জন্য তাঁর দায়িত্ববোধ সবার প্রশংসা পাচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গয়াল ইন্দরকে অভিনন্দন জানিয়ে নগদ পুরস্কার ঘোষণা করেন গতকালই। ফের তিনি তাঁকে বাহবা দিয়ে ট্যুইট করলেন, এক হাতে রাইফেল, আরেক হাতে দুধ-যেভাবে উসেইন বোল্টকে পিছনে ফেলে দিল ভারতীয় রেলওয়ে। সঙ্গে ইন্দরের স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে থাকা ট্রেনের কাছে পৌঁছনোর প্রাণপণ দৌড়ের ভিডিওটিও দিয়েছেন গয়াল।


কর্নাটকের বেলগাঁও থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রী শাফিয়া হাসমি ট্রেনটি কয়েক মিনিটের জন্য ভোপাল স্টেশনে থামলে ইন্দরকে অনুরোধ করেছিলেন, দুধের ব্য়বস্থা করতে পারেননি বলে বাচ্চাকে জল, বিস্কুট খাইয়ে রেখেছেন,যদি একটু দুধ জোগাড় করা যায়। ছুটে স্টেশনের বাইরের দোকান থেকে দুধের পাউচ কেনেন ইন্দর। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় এক হাতে সার্ভিস রাইফেল, আরেক হাতে দুধের প্যাকেট নিয়ে ছুটতে থাকেন। শেষ পর্যন্ত শাফিয়ার কামরার কাছে পৌঁছে দুধের পাউচ তুলে দেন তাঁর হাতে। গোটা ঘটনাটা সিসিটিভি-তে ধরা পড়ে। নেটিজেনরা তাঁকে ধন্য ধন্য করেন।