নয়াদিল্লি: ভারতের বাজারে খুব শীঘ্রই তাদের গ্যালাক্সি ট্যাব এস ৬ লাইট লঞ্চ করতে চলেছে স্যামসাং। কোম্পানি তাদের এই পণ্য ভারতের বাজারে নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে। গত এপ্রিলেই এই ট্যাবলেট ইন্দোনেশিয়ার প্রকাশ করা হয় এবং শীঘ্রই তা ভারতের বাজারে আসছে। এস পেন সাপোর্ট সহ এই ট্যাবে থাকছে পিছনে সিঙ্গল ক্যামেরা সেটআপ এবং ৭০৪০ এমএএইচ ব্যাটারি।


স্যামসাং গ্যালাক্সি এস ৬ লাইট ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬ মডেলের পাশাপাশিই থাকছে। উল্লেখিত মডেল ইতিমধ্যেই রয়েছে ভারতের বাজারে।
কোম্পানি ট্যুইটারে টিজারের মাধ্যমে ভারতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস সিক্স লাইট নিয়ে আসার কথা জানিয়েছে। টিজার ভিডিওতে এই ট্যাবলেটের একটা ছোট্ট অংশই দেখানো হয়েছে। তবে ভারতে কবে লঞ্চ করা হচ্ছে, তার নির্দিষ্ট কিছু দিনক্ষণ জানানো হয়নি।
স্যামসাং এই ট্যাবলেটকে হাল্কা ওজনের বলে জানিয়েছে। এই ট্যাবের এস পেন সাপোর্টের বিষয়টিও টিজারে জানানো হয়েছে।
কোম্পানির ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬-এর দাম শুরু ৫৯,৯০০ থেকে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬ লাইটের দাম ভ্যানিলা মডেলের থেকে কম হবে বলেই মনে করা হচ্ছে।
যেহেতু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬ লাইট ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে, সেহেতু এর স্পেশিফিকেশন জানা গিয়েছে। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ওয়ান ইউআই ২.০ চালিত এই ট্যাবে রয়েছে ১০.৪ ইঞ্চি ডব্লুইউএক্সজিএ (১,২০০x ২০০০ পিক্সেলস) টিএফটি ডিসপ্লে। এটি অক্টা-কোর চিপসেট পাওয়ারিং ট্যাবলেট এবং রয়েছে ৪ জিবি র্যা ম। গ্যালাক্সি ট্যাব এস ৬ লাইটে রয়েছে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে বাড়ানো যায় (১ টিবি পর্যন্ত)।
ব্যার প্যানেলে রয়েছে অটো-ফোকাস সহ সিঙ্গল ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় ১০৮০ পি ও ৩০ এফপিএস মোডে ভিডিও শ্যুট করা যায়। ফ্রন্ট প্যানেলে রয়েছে গ্যালাক্সি ট্যাব এস৬-এর মতো থিক ব্যাজেল। এতে রয়েছে ৩.৫ এমএম অডিো জ্যাক, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০-র মতো কানেক্টিভিটি ও জিপিএস সাপোর্ট।