নিউ দিল্লি : শীঘ্রই দিল্লিতে পাওয়া যাবে রাশিয়ায় তৈরি ভ্যাকসিন 'স্পুটনিক ভি' । আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, ২০ জুনের পর ভ্যাকসিনের একটি কনসাইনমেন্ট রাজধানীতে পাঠানো হবে।
কেজরিওয়াল বলেন, "এই মুহূর্তে ওরা (Dr Reddy’s Laboratories) ভ্যাকসিন আমদানি করছে। রাশিয়া থেকে আমদানির একটা অংশ দিল্লিতে দেওয়া হবে।"
এই মুহূর্তে ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে, ভারতে তৃতীয় ভ্যাকসিন হিসাবে সাবজেক্ট এক্সপার্ট কমিটির ছাড়পত্র পেয়েছে রাশিয়ার স্পুটনিক ভি। Dr Reddy’s Laboratories ভারতে স্পুটনিক ভি-র আমদানি করছে। শীঘ্রই এই কোম্পানি স্থানীয় স্তরে ভ্যাকসিন উৎপাদন শুরুও করে দেবে। এই পরিস্থিতিতে দিল্লি সরকার সংশ্লিষ্ট ভ্যাকসিনের সরবরাহের জন্য Dr Reddy’s Laboratories-এর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে। এই মর্মে গত ১৫ মে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি লেখেন কেজরিওয়াল।
গত ৩ মে থেকে দিল্লিতে বৃহৎ আকারে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, ভ্যাকসিনের অভাবে সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণ আপাতত বন্ধ আছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে কেজরিওয়াল আবেদন জানান, করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করুন। তিনি বলেন, এটা রাজ্যের সঙ্গে লড়াইয়ের সময় নয়। এটা রাজ্যগুলিকে সাহায্যের সময়...করোনার বিরুদ্ধে লড়াইয়ের সময়। আমি কেন্দ্রের কাছে আবেদন করছি, কোভিড মোকাবিলায় রাজ্যের সঙ্গে একযোগে টিম ইন্ডিয়া হিসাবে কাজ করুন।
আজই সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিক ও তাঁদের পরিবারে ৪৫ বছরের বেশি এবং ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য এই সেন্টার শুরু করা হল।
চিকিৎসক তানিশা নেগি জানান, আধার কার্ড এবং প্রেস আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। তিন মাস পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। এখানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সুবিধা আছে। কোনও জরুরি অবস্থা তৈরি হলে একটি অ্যাম্বুল্যান্সও রয়েছে এখানে।