মুম্বই ও দুবাই: মাত্র ৫৪ বছর বয়সেই মারা গেলেন বলিউডের ‘চাঁদনী’ শ্রীদেবী। শনিবার রাতে দুবাইতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জনপ্রিয় অভিনেত্রী।


পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হোটেলে ফিরে আসেন শ্রীদেবী। হোটেলের শৌচাগারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেত্রীর। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া।


প্রয়াত শ্রীদেবী: লাইভ আপডেট—




  • আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লে শ্মশানে। অন্ত্যেষ্টির প্রস্তুতি করতে দুবাই থেকে দেশে ফিরেছেন অর্জুন কপূর।

  • সোমবার সকালে মুম্বই এসে পৌঁছবে প্রয়াত অভিনেত্রীর নিথর দেহ। এর আগে, ঠিক ছিল, এদিন রাতেই আনা হবে। কিন্তু, হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তা সম্ভব হবে না।

  • শ্রীদেবীর নিথর দেহ দেশের ফেরত আনতে আরব আমিরশাহী কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ বজায় রেখে চলেছে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।

  • সূত্রের খবর, শ্রীদেবীর দেহের পোস্ট মর্টেম হচ্ছে। সেই কারণেই বিলম্ব হচ্ছে। শ্রীদেবীর নশ্বর দেহ কখন ভারতীয় আধিকারিকরা হাতে পাবেন, তা এখনই স্পষ্ট নয়। তা ত্বরাণ্বিত করতেই এখন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন।

  • নিয়মানুসারে, হাসপাতালের বাইরে মৃত্যু হলে, গোটা প্রক্রিয়া শেষ করতে ২৪ ঘণ্টা লাগে। প্রথমে হাসপাতালের ল্যাব রিপোর্ট স্থানীয় পুলিশের কাছে যায়। পুলিশ নিজে তদন্ত করে। মৃত্যু সন্দেহজনক না হলে পুলিশ এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) এবং ট্রান্সফার সার্টিফিকেট দেয়।

  • শোনা যাচ্ছে, এই দুই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল বিপুল বলেন, শ্রীদেবীর দেহ ভারতে ফিরিয়ে আনার বিষয়ে দুবাই পুলিশের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।

  • জানা গিয়েছে, শ্রীদেবীর দেহ আল-কুসাইতে পুলিশ হেডকোয়ার্টারের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের এক কর্মী পরিবারের সঙ্গে রয়েছেন। ফেরত আনার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সাহায্য করা হচ্ছে।

  • এর আগে, আরব আমিরশাহীতে ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিংহ পুরী শ্রীদেবীর প্রয়াণে শোকপ্রকাশ করে বার্তা দেন।

  • এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে খবর, শ্রীদেবীর মৃতদেহ আনতে দুপুর একটা নাগাদ দুবাই রওনা হয় একটি প্রাইভেট জেট। আগামীকাল, মুম্বইতে প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

  • অন্যদিকে আজ সকাল থেকে মুম্বইয়ের লোখান্ডওয়ালায় শ্রীদেবীর বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। শ্রীদেবীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।